JEE রেজাল্ট আউট, ফুল মার্কস পেয়ে তালিকার শীর্ষে বাংলায় দুই পড়ুয়া

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (JEE)। অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল দেখে নিতে পারবেন সকলে। জানা গেছে, মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ তে ১০০ পেয়েছেন। তাঁদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !

এক নজরে দেখে নেওয়া যাক কারা পেলেন ১০০-তে ১০০?  

শীর্ষে থাকা ২৪ জনের নাম- মহম্মদ আনাস (রাজস্থান), আয়ুষ সিংহল (রাজস্থান), অর্চিষ্মান নন্দী (পশ্চিমবঙ্গ), দেবদত্তা মাজি (পশ্চিমবঙ্গ), আয়ুষ রবি চৌধুরী (মহারাষ্ট্র), লক্ষ্য শর্মা (রাজস্থান), কুশাগ্র গুপ্ত (কর্ণাটক), হর্ষ এ গুপ্তা (তেলেঙ্গানা), আদিত প্রকাশ ভাগাড়ে (গুজরাট), দক্ষ (দিল্লি), হর্ষ ঝা (দিল্লি), রাজিত গুপ্তা (রাজস্থান), শ্রেয়স লোহিয়া (উত্তরপ্রদেশ), সাকশম জিন্দাল (রাজস্থান), সৌরভ (উত্তর প্রদেশ), ভাংগালা অজয় রেড্ডি (তেলেঙ্গানা), সানিধ্য সরফ (মহারাষ্ট্র), বিষাদ জৈন (মহারাষ্ট্র), অর্ণব সিং (রাজস্থান), শিবেন বিকাশ তোষনিওয়াল (গুজরাট), কুশাগ্র বাইনাঘা (উত্তরপ্রদেশ), সাই মানোগনা গুথিকোন্ডা (অন্ধপ্রদেশ), ওম প্রকাশ বাহেরা (রাজস্থান) ও বানীব্রত মাজি (তেলেঙ্গানা)।

কীভাবে ফলাফল দেখবেন? রইল বিস্তারিত 

jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করুন। JEE Main 2025 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে। দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ। স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড। সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন