ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর , সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

gk

Bangla News Dunia, Pallab : আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। আজ আপনাদের ভিটামিন সমন্ধীয় কিছু তথ্য তুলে ধরলাম । পর্ব নাম্বার – 3. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

1. ভিটামিন শব্দটির নামকরণ কে করেন ?

A. মেন্ডেলিফ
B. নিউটন
C. সি ফ্রাঙ্ক
D. বাইসন

Ans – সি ফ্রাঙ্ক।

2. ভিটামিন কোন ভাষার শব্দ ?

A. ল্যাটিন
B. ইংরেজি
C. হিন্দি
D. উর্দু

Ans – ল্যাটিন।

3. কোন ভিটামিন কে Sun shine ভিটামিন বলে ?

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

Ans – ভিটামিন D

4. ভিটামিন A প্রচুর মাত্রায় পাওয়া যায় কিসে ?

A. গাজর
B. মুলো
C. পালং শাক
D. উপরের সবকটি

Ans – উপরের সবকটি।

5. কোন ভিটামিন কে রোগ প্রতিরোধক বলা হয় ?

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

Ans – ভিটামিন A

6. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

Ans – ভিটামিন A .

7. ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি?

A. রাইবোফ্লাভিন
B. থায়ামিন
C. নিয়াসিন
D. কোনটিই নয়

Ans – থায়ামিন।

8. ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি?

A. রাইবোফ্লাভিন
B. থায়ামিন
C. নিয়াসিন
D. কোনটিই নয়

Ans – রাইবোফ্লাভিন।

9. কোন ভিটামিনের অভাবে মানুষের ঠোট ও ত্বক ফেটে যায় ?

A. ভিটামিন B
B. ভিটামিন B2
C. ভিটামিন C
D. ভিটামিন D

Ans – ভিটামিন B2.

10. অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

A. ভিটামিন B2
B. ভিটামিন C
C. ভিটামিন B12
D. ভিটামিন D

Ans – ভিটামিন B12.

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন