ভিড় ট্রেনে আরামে কিভাবে দাঁড়াবেন ? জেনে নিন টেকনিক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভিড় লোকাল ট্রেনে সফর করা এক দুঃসহ ব্যাপার। গরমকালে তো আরও কষ্টের। গলদঘর্ম হয়ে গন্তব্যে পৌঁছতে হয়।

যাঁরা নিত্যযাত্রী, তাঁরা এই ভিড় লোকালেও যাতায়াতের কিছু টেকনিক জানেন। ফলে অন্তত চিঁড়েচ্যাপ্টা অবস্থায় পড়েন না।

ভিড় লোকাল ট্রেনে দাঁড়ানোর জন্য সবচেয়ে ভাল জায়গা হল দরজার কাছে বা প্ল্যাটফর্মের কাছাকাছি।

যেন সহজে ওঠা-নামা করা যায় এবং ভিড় থেকে সরে যাওয়া সহজ হয়।

ভিড় ট্রেনে দরজার কাছে থাকলে সহজে ওঠা-নামা করা যায়,

আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?

যদি কোনও কারণে ভিড় বেড়ে যায়, তাহলে প্ল্যাটফর্মে নামা বা অন্য কোচে যাওয়া সহজ হয়।

প্ল্যাটফর্মে নামার সময় ভিড় এড়াতে প্ল্যাটফর্মের কাছাকাছি থাকা ভাল, যাতে সহজে নামা যায়।

ভিড়ের মধ্যে অন্যদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের জায়গা করে দিন।
ভিড়ের মধ্যে চলেন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

স্টেশন আসার আগে প্রস্তুত থাকুন এবং নামার জন্য প্রস্তুত থাকুন।

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন