Bangla News Dunia, Pallab : ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC Yojana 2025। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশজুড়ে শক্তি সাশ্রয়ী এয়ার কন্ডিশনার ব্যবহারে উৎসাহ দেওয়া। যারা পুরনো ৩-স্টার বা তার নিচের রেটিংয়ের এসি ব্যবহার করছেন, তাদের পুরনো মডেল বদলে নতুন ৫-স্টার রেটিংয়ের এসি কিনলে মিলবে বিশেষ ছাড় ও বিভিন্ন সুবিধা।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
কি কি সুবিধা মিলবে এই স্কিমে?
- ৫-স্টার এনার্জি এফিশিয়েন্ট এসি কেনার ক্ষেত্রে ৪০% থেকে ৬০% পর্যন্ত ছাড়।
- পুরনো এসি রিসাইকেল করে সরকার অনুমোদিত পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দিলে মিলবে একটি সার্টিফিকেট, যেটা দিয়ে নতুন এসি কেনার সময় ছাড় পাওয়া যাবে।
- EMI ভিত্তিক পেমেন্ট প্ল্যান এর সুবিধা থাকছে, যাতে একবারে বড় অঙ্কের টাকা দিতে না হয়।
- এসি ইনস্টলেশন ও প্রাথমিক সার্ভিস সাপোর্টও এই স্কিমের অন্তর্ভুক্ত।
- বিদ্যুৎ বিলেও মিলবে সাশ্রয়—প্রতি পরিবার বছরে গড়ে ৬,৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ কমতে পারে।
কে কে এই স্কিমে আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- পরিবারিক আয় বার্ষিক ₹২.৫ লক্ষ থেকে ₹৫ লক্ষের মধ্যে হতে হবে।
- আগে যদি কোনও এসি না থাকে, তাহলে প্রাধান্য পাওয়া যাবে।
- পরিবারের বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা আবশ্যক।
- বয়স্ক, শিশু বা তাপপ্রবণ এলাকায় বসবাসকারী পরিবারকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন