Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরের ধরমকুণ্ড গ্রামে হড়পা ও ভূমিধসে নিহত ৩ জন। ধ্বংস হয়েছে দশটি বাড়ি। ২৫-৩০টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান সড়ক। যার ফলে বিচ্ছিন্ন যোগাযোগ। ধরমকুণ্ড পুলিশ এবং জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে প্রায় ৯০-১০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে ১ জন এখনও নিখোঁজ। উদ্ধার অভিযান জারি আছে।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। এর জেরে নেমেছে হড়পা। শুরু হয়েছে ভূমিধস। হড়পা ও ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চেনাব সেতু লাগোয়া ধরমকুণ্ড গ্রামে। বিপর্যয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একজন নিখোঁজ রয়েছেন। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দশটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
রামবানের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কুলবীর সিং জানিয়েছেন, দুর্যোগের কারণে একটি বাড়ি ধসে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম মহম্মদ আকিব (১৪), মহাম্মদ সাকিব (৯) এবং মোহন সিং (৭৫)। তারা সকলেই বাগনা পঞ্চায়েতের বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন