বাড়িতে বসেই মিলবে CGHS কার্ড ! সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্র সরকার সম্প্রতি CGHS (Central Government Health Scheme) বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে এক নয়া নির্দেশিকা জারি করেছে। আর এতে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফুটতে চলেছে।

আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !

নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে?

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারি কর্মচারীর বেতন থেকে যদি CGHS এর অধীনে মাসিক ফি কেটে নেওয়া হয়, তাহলে তাকে CGHS কার্ড না চাইলেও দিতে হবে। অর্থাৎ, আবেদন না করা কর্মীরাও CGHS পরিষেবা থেকে এবার আর বঞ্চিত হবেন না।

সেই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কর্মচারীর বাড়ি যদি CGHS ডিসপেনসারি এলাকার মধ্যে পড়ে, তাহলে তার বেতন থেকে ফি কাটা বাধ্যতামূলক। আর সেই অনুযায়ী তাকে কার্ড সরবরাহ করতে হবে।

আবেদন না করলেও মিলবে কার্ড

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে যে সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীদের ফি কাটা হচ্ছে, তাদের স্বয়ংক্রিয়ভাবে CGHS কার্ড ইস্যু করে দেওয়া হবে। আর সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রশাসনিক দপ্তরগুলি যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং নিশ্চিত করে যাতে এই পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হয়।

এমনকি এও জানা যাচ্ছে, যদি কেউ বারবার CGHS কার্ডের জন্য আবেদন না করতে চান, তাহলে সেই বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হবে, যাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন