পাকিস্তানে হিন্দু মন্ত্রীর উপর হামলা ! এই ঘটনার সঙ্গে যারা জড়িত ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশের পর পাকিস্তানে হিন্দু মন্ত্রীকে নিশানা ! সিন্ধ প্রদেশের এক হিন্দু প্রতিমন্ত্রীর উপর হামলার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ ওই মন্ত্রীর নাম খিয়াল দাস কোহিস্তানি ৷ তিনি পাকিস্তানের মুসলিম লিগ-নওয়াজ-এর নেতা ৷ শনিবার তিনি থাট্টা জেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷ তখন তাঁর কনভয় লক্ষ্য করে বিক্ষোভকারীরা টমেটো ও আলু ছুড়তে থাকে ৷ প্রতিবাদকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন ৷ সরকারি সূত্রে খবর, কোহিস্তানির কোনও আঘাত লাগেনি ৷

পাকিস্তান সরকারের নিজস্ব সংবাদমাধ্যম রেডিয়ো পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কোহিস্তানির সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ তিনি তাঁকে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী বলেন, “জনপ্রতিনিধির উপর এধরনের হামলা গ্রহণযোগ্য নয় ৷ এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে ৷”

আরও পড়ুন:- বাজারে নতুন স্ক্যাম । WhatsApp-এ পাঠানো ছবি ডাউনলোড করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার সিন্ধের আইজি গুলাম নবি মেমনের কাছ থেকে এই ঘটনার বিষয়ে বিশদে জানতে চেয়েছেন ৷ অভ্যন্তরীণ সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন তিনি ৷ সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ মন্ত্রী খিয়াল দাস কোহিস্তানির উপর হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন ৷ একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই ৷

সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ হায়দরাবাদ এলাকার আলি শাহ পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন, এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে ৷

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোহিস্তানি সিন্ধ প্রদেশের জামশোরো জেলার বাসিন্দা ৷ 2018 সালে প্রথমবার পিএমএল-এন দলের টিকিটে তিনি ভোটে লড়েছিলেন ৷ সেবারই জয়ী হয়ে সংসদের সদস্য নির্বাচিত হন কোহিস্তানি ৷ এরপর 2024 সালের ভোটেও তিনি ফের সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসাবে উন্নীত হন ৷

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন