Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে সাময়িক স্বস্তি পেলেন অনেক চাকরিহারা শিক্ষক। ২৬ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়ে তৈরি হওয়া এই প্যানেলের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন—আজ, অর্থাৎ সোমবার, কমিশন কি ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে?
কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা না আসলেও শিক্ষক সংগঠনগুলি ও আন্দোলনকারীদের মধ্যে এই নিয়ে প্রবল কৌতূহল ও অপেক্ষা তৈরি হয়েছে। যোগ্যদের নাম প্রকাশ হলে একদিকে যেমন অনেক চাকরিহারা শিক্ষক আত্মবিশ্বাস ফিরে পাবেন, অন্যদিকে অযোগ্যদের অবস্থান নিয়ে ফের চাপে পড়তে পারে প্রশাসন।
আজই তালিকা প্রকাশের সম্ভাবনার কথা মাথায় রেখে Salt Lake করুণাময়ী থেকে কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। পাশাপাশি কমিশনকে চাপে রাখতেই এসএসসি দফতরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:- বাজারে নতুন স্ক্যাম । WhatsApp-এ পাঠানো ছবি ডাউনলোড করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা!
এদিকে ছাত্র সমাজ ও শিক্ষক সংগঠনের ডাকা নবান্ন অভিযানের কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে সরকারের সঙ্গে আলোচনার পর। আন্দোলনরত মঞ্চের তরফে জানানো হয়েছে, আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তালিকা প্রকাশ হলে পরবর্তী কর্মপন্থা স্পষ্ট হবে।
গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় আন্দোলনকারী শিক্ষকরা প্রতিশ্রুতি পেয়েছিলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ পাবে। সেই সময়সীমার শেষ দিকটি হল আজ, ২১ এপ্রিল। ফলে কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
এসএসসি ২০১৬ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল হওয়ায় রাজ্যে ২৫,৭৫৩ জনের চাকরি চলে যায়। এর মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষক ‘চিহ্নিত অযোগ্য’। তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও রয়েছে আদালতের তরফে। তবে বাকিদের শিক্ষকের অভাবে স্কুলে পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে পর্ষদের যুক্তিতে, আদালত তাঁদের চাকরি আপাতত বহাল রেখেছে।