গরমে এই ভুলেই বার্স্ট করে গ্যাস সিলিন্ডার, নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে এই ভুলগুলি এড়ান।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে বহু কারণে গ্যাস সিলিন্ডার বার্স্ট করে। ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে গ্যাস সিলিন্ডার।

গরমে কিছু ভুল করলে সিলিন্ডার বার্স্ট করে। তাই কিছু সাবধানতা অবলম্বন করা খুব প্রয়োজন।

নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে এই ভুলগুলি এড়ান।

গরমে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়া বা বার্স্ট হওয়ার প্রধান কারণ হল অতিরিক্ত তাপ।

বেশি চাপ থাকলে সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। ফলে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে।

গরমের কারণে সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। সাধারণত গ্যাস সিলিন্ডারে গ্যাসের চাপ নির্দিষ্ট থাকে, কিন্তু অতিরিক্ত তাপের কারণে এই চাপ বেড়ে যায়।

আরও পড়ুন:- বাজারে নতুন স্ক্যাম । WhatsApp-এ পাঠানো ছবি ডাউনলোড করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা!

অতিরিক্ত তাপের কারণে সিলিন্ডারের ধাতব দুর্বল হতে পারে, যা সিলিন্ডারের শক্তি কমিয়ে দেয়।

গ্যাস সিলিন্ডারে একটি ভালভ থাকে যা অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে। কিন্তু যদি এই ভালভটি সঠিকভাবে কাজ না করে, তাহলে চাপ বাড়তে পারে এবং সিলিন্ডার ফেটে যেতে পারে।

গরমের সময় সিলিন্ডারকে সরাসরি সূর্যের আলো বা কোনও গরম তাপ থেকে দূরে রাখে।

এজন্য গরমে স্প্রেয়ার দিয়ে সিলিন্ডারে স্প্রে করে দিতে পারেন। এছাড়া, কাপড় দিয়ে সিলিন্ডারের গা মুছে দিতে পারেন। লাল কাপড় ভিজিয়ে সিলিন্ডারে জড়িয়ে রাখলেও তাপ হবে না।

এ ছাড়া গ্যাস সিলিন্ডার এবং পাইপ লিক হচ্ছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করুন। গ্যাস ব্যবহার না করার সময় সিলিন্ডারের ভালভ ভালোভাবে বন্ধ রাখুন।

 

 

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন