১লা মে থেকে দেশ জুড়ে বন্ধ ডিম ও মুরগি বিক্রি ! কেন এমন সিদ্ধান্ত ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ডিম এবং মুরগি (Egg And Chicken) প্রতিদিনের খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ দুটি উপাদান। তবে হঠাৎ যদি শুনতে পান, এগুলি আর পাওয়া যাবে না, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এমনটাই হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ১লা মে থেকে বাংলাদেশ জুড়ে বন্ধ হতে চলেছে ডিম এবং মুরগি উৎপাদন। আর এই সিদ্ধান্তে রাতারাতি শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল হঠাৎ? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

কেন এরকম সিদ্ধান্ত?

বাংলাদেশের পোল্ট্রি অ্যাসোসিয়েশন সম্প্রতি জানিয়েছে, দেশ জুড়ে লক্ষাধিক প্রান্তিক খামার এখন কার্যত ধ্বংসের মুখে পড়েছে। চাহিদা থাকার পরেও বাজারে সিন্ডিকেটের দাপট দিনের পর দিন বাড়ছে। এতে ইদ এবং রোজার মরসুমে বড়সড় ধাক্কা খাচ্ছে খামার মালিকরা। হিসাব বলছে, দুই মাসে শুধুমাত্র ডিম এবং মুরগির খাতে ক্ষতি হয়েছে ১২৬০ কোটি টাকা। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন।

কীভাবে এই ক্ষতি হচ্ছে?

সুত্রের খবর, রোজা এবং ঈদের সময় প্রান্তিক খামারের মালিকরা প্রতিদিন প্রায় ২০ লক্ষ কেজি মুরগি বাজারে সরবরাহ করছেন। কিন্তু প্রতি কেজিতে ৩০ টাকা করে লোকসান গুনতে হয়েছে তাদের। এমনকি শুধু মুরগি থেকেই ১ মাসের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা। 

অপরদিকে প্রতিদিন ৩ কোটি করে ডিম উৎপাদিত হচ্ছে বলে খবর। প্রতি ডিমে ২ টাকা করে লোকসান গুনতে হচ্ছে খামার মালিকদের। আর এই দুই মাসে ডিমে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬০ কোটি টাকা।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন