ATM লেনদেন হবে আরও খরচসাপেক্ষ! ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার থেকে ATM ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ধাক্কা। জনপ্রিয় এক সরকারি ব্যাংক ঘোষণা করেছে যে ২০২৫ সালের ১ মে থেকে তাদের গ্রাহকদের প্রতি লেনদেনে অতিরিক্ত চার্জ দিতে হবে! কিন্তু সেটা নিয়ম মেনেই নেওয়া হবে অনৈতিক ভাবে নয়। এটি বিশেষত সেই গ্রাহকদের উপর প্রভাব ফেলবে যারা বারবার এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলেন বা ব্যালেন্স চেক করেন (Automated Teller Machine).

ATM Cash Withdrawal News

এই নতুন নিয়মটি ইতি মধ্যেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যাংকের সূত্রে মারফৎ জানা গেছে, নতুন চার্জ মূলত অপারেশনাল খরচ, সার্ভিস মেইনটেনেন্স এবং নিরাপত্তা খাতে ব্যয়ের জন্যই প্রযোজ্য করা হচ্ছে। এছাড়াও অনেক জায়গার ইলেকট্রিকের দাম, গার্ডের মাইনে ও নানা ধরণের খরচ মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারে দেখা যাক যে গ্রাহকদের ওপরে এর কতটা প্রভাব হবে।

কোন ব্যাংক বাড়াচ্ছে ATM চার্জ?

  • এই পরিবর্তন আনছে Bank of Baroda.
  • ১ মে ২০২৫ থেকে এই চার্জ কার্যকর হবে।
  • এটি সব ধরনের ATM লেনদেনের উপর প্রযোজ্য নয়, নির্দিষ্ট সীমার পর অতিরিক্ত লেনদেনে চার্জ লাগবে।

কত টাকা লাগবে প্রতি অতিরিক্ত লেনদেনে?

  1. ATM থেকে টাকা তোলার ফ্রি সীমা হিসাবে প্রতি মাসে ৫ বার পর্যন্ত লেনদেন বিনামূল্যে।
  2. এরপর প্রতি লেনদেনে চার্জ হবে ২৩।
  3. ব্যালেন্স ইনকোয়ারি বা মিনিস্টেটমেন্টেও নির্দিষ্ট সংখ্যার পর চার্জ লাগতে পারে।

কেন বাড়ানো হলো এই চার্জ?

ব্যাংকের তরফে জানানো হয়েছে, ATM মেশিন মেইনটেন করা, ক্যাশ রিফিল, সিকিউরিটি এবং সফটওয়্যার আপডেট এই সব কিছুর খরচ অনেকটাই বেড়েছে, গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দিকে উৎসাহিত করাই এর অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই, কিন্তু পুরোপুরি এই ব্যবস্থা বন্ধ করে দিলে আখেরে কোটি কোটি সাধারণ মানুষেরা অনেকটাই সমস্যার সম্মুখীন হবে।

আরও পড়ুন:- গরমে এই ভুলেই বার্স্ট করে গ্যাস সিলিন্ডার, নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে এই ভুলগুলি এড়ান।

কোন কোন লেনদেনে চার্জ লাগবে ও কীভাবে বাঁচবেন?

প্রতিমাসে ৫ টি নগদ উত্তোলন ও ব্যালেন্স চেক ৩ বার পর্যন্ত ফ্রি, এরপর থেকে ষষ্ঠবারের পর নগদ উত্তোলন, বেশি সংখ্যায় ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট বারবার নেওয়া। এছাড়াও কার্ডের লিমিটের মধ্যে একেবারে যত পরিমাণ টাকা তোলার দরকার সেই পরিমাণ টাকা তুলে নিন যাতে বারবার একই কাজ করতে না হয়।

গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

  1. সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট, UPI, Internet Banking ব্যবহার করুন
  2. ATM লেনদেনের সংখ্যা ট্র্যাক করুন প্রতি মাসে
  3. প্রয়োজন ছাড়া বারবার ব্যালেন্স চেক না করা ভালো
  4. ব্যাংকের অ্যাপের মাধ্যমে Statement ও Balance দেখে নিন

ভবিষ্যতে কী হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ব্যাংকের তরফে হয়তো ধীরে ধীরে একই পথে হাটতে পারে। কারণ, ব্যাংক গুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার বাড়াতে চাইছে, আর ATM এর খরচ কমাতে চাইছে। তাই এখন থেকেই গ্রাহকদের নিজেদের লেনদেনের ধরন পরিবর্তন করার দিকে নজর দেওয়া উচিত যাতে তাদের এই বেশি চার্জ থেকে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন:- বাড়ি বাড়ি আর পৌঁছবে না রান্নার গ্যাস! চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা! সমাধানের উপায় জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন