Bangla News Dunia, দীনেশ : তিনি এখন দেশের অনেক তরুণ হৃদয়ের হার্টথ্রব। অভিনেত্রী হিসাবে দক্ষিণী হলেও তাঁর ব্যাপ্তি এখন বলিউড থেকে টলিউড সর্বত্র। তাঁর নাম বললে একডাকে চেনেন দেশের মানুষ। তিনি রশ্মিকা মন্দানা।
একের পর এক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কন্নড় সিনেমা দিয়ে রূপোলী জগতে প্রবেশ। তবে তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্যা রাইজ’ তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়। হিন্দিতে ‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীরের পাশাপাশি তিনিও নজর কেড়েছেন। ‘ছাওয়া’-তেও তাঁর অভিনয় প্রশংসিত।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন
এমন একগুচ্ছ সিনেমার অন্যতম মুখ এখন ভারতের অভিনেত্রীদের মধ্যেও প্রথমসারির একজন। সেই রশ্মিকা প্রেমে পড়লেন। ভালবেসে কিনলেন গোলাপ। আর সেই গোলাপ তুলে দিলেন তাঁর ভালবাসাকে।
যখন গোলাপ তুলে দেন তখন তিনি সেজেছিলেন সুন্দর সাজে। পরনে ছিল ফুলের প্রিন্টের কুর্তা। খোঁপায় ছিল সাদা ফুলের সাজ। এখানে প্রশ্ন হল কে তিনি যাঁর প্রেমে পড়লেন রশ্মিকা? এই প্রশ্নের উত্তরে রয়েছে চমক।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
রশ্মিকা অন্য কারও নয়, বরং নিজের প্রেমেই মগ্ন। নিজেকে ভালবেসে নিজেই নিজের জন্য একটি গোলাপ কিনেছেন। তারপর সেই গোলাপ উপহার হিসাবে তুলে দিয়েছেন নিজের হাতে। সেকথা তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।
নিজেকে ভালবাসার কথা তিনি তুলে ধরেছেন সকলের কাছে। রশ্মিকার এই নিজেকে ভালবাসার কথার তারিফ করেছেন অনেকেই। প্রসঙ্গত রশ্মিকা এখন আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি হরর কমেডি সিনেমা ‘থামা’-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি