১০ দিন পর খুলল স্কুল, চেনা ছন্দে ফিরছে মুর্শিদাবাদ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : অশান্তি ভুলে ফের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ (Murshidabad Violence)। ১০ দিন পর সোমবার থেকে মুর্শিদাবাদে স্কুলগুলি (Schools reopen) খুলেছে। সকাল সকাল বাসে করে স্কুলে যেতে দেখা গিয়েছে পড়ুয়াদের। যান চলাচলও করছে আগের মতোই। ফলে মুর্শিদাবাদ চেনা ছন্দে ফিরছে বলেই দাবি স্থানীয়দের।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে গত ১১ এপ্রিল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কয়েকটি এলাকায় তৈরি হয় হিংসাত্মক পরিস্থিতি। ঘর-বাড়ি, দোকানপাট ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট। হিংসার জেরে মৃত্যু হয়েছিল তিনজনের। প্রাণ বাঁচাতে বহু মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছিলেন মালদাতে। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। গত সপ্তাহে মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছিল রাজ্যপাল, মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

যদিও স্থানীয়দের আশঙ্কা, বিএসএফ যতদিন এলাকায় রয়েছে ততদিনই তাঁরা সুরক্ষিত। তাঁরা চলে গেলেই ফের হামলা হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থানীয়দের মধ্যে একটা ভয় থেকেই গিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে জেলায়।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন