নাসার পারসিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটার থেকে উঠে এসেছে আগেই। এখন সেই গোলাকার ক্রেটারের উপরিভাগের আশপাশেই ঘোরাফেরা করছে। খুঁজে বেড়াচ্ছে নানা তথ্য। যা দিয়ে বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের রহস্য উন্মোচনের পথে এগিয়ে চলেছেন।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
সেটা করতে গিয়েই এবার পারসিভিয়ারেন্স ফের অবাক করল বিজ্ঞানীদের। মঙ্গলের মাটি ও পাথরের চেহারা এখন অনেকটাই চেনা হয়ে গেছে বিজ্ঞানীদের। তাই সেখানে অন্য কিছু দেখলে তো অবাক হতেই হয়।
চারধারে একই রকম ধুলো ও পাথরের মাঝে একটিমাত্র এমন পাথরের খোঁজ পাওয়া গিয়েছে যা একদম আলাদা। কালচে রং। সারা গায়ে ছোট বড় গর্ত।
এমন আজব পাথর এল কোথা থেকে? বিজ্ঞানীরাও নানা মত পেশ করেছেন। সবই হতে পারে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। বিজ্ঞানীরা এই পাথরটির নামকরণ করেছেন ‘স্কাল হিল’ বা করোটি পাহাড়।
বিজ্ঞানীদের একাংশের ধারনা এটি কোনও আগ্নেয়শিলার অংশ। যে খণ্ডটি ঠিক কোথা থেকে এল সেটা পরিস্কার নয়। আবার কারও মতে, কোনও গ্রহাণুর সঙ্গে সংঘাতের জেরে এই খণ্ডটি তৈরি হয়েছে।
পাথরটির গায়ে এত গর্ত কেন? বিজ্ঞানীরা মনে করছেন দীর্ঘদিন ধরে আবহাওয়া জনিত ক্ষয় থেকে এই গর্তগুলি তৈরি হয়েছে। ওই পাথরটি ঠিক কীভাবে মঙ্গলে এল বা গর্তগুলিই বা কীভাবে তৈরি হল তা বিস্তারিতভাবে জানতে বিজ্ঞানীরা আরও পর্যালোচনা শুরু করেছেন।