Jio-র 90 দিনের সস্তা প্ল্যানে মিলবে 200GB ডেটা ! Airtel, BSNL ও VI অনেক পিছনে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম দুনিয়ায় Jio সব সময়ই চমক নিয়ে আসে। এবার তারা নিয়ে এসেছে একটি দুর্দান্ত 90 দিনের প্রিপেইড প্ল্যান, যার খরচ যেমন কম, তেমনই ডেটা বেনিফিটও যথেষ্ট আকর্ষণীয়। এই প্ল্যানে আপনি একবার রিচার্জ করলেই পাবেন পুরো 200 GB ডেটা, যার মেয়াদ থাকবে 90 দিন। এই অফারটি এতটাই ভালো যে Airtel ও BSNL VI এর সম মানের বা দামের কোনও প্ল্যান এর সামনে টিকতে পারছে না।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

Jio 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটির মূল্য মাত্র 666 এতে পাচ্ছেন – মোট 200 GB ডেটা প্রতিদিন নির্দিষ্ট সীমা নেই, আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন, বৈধতা 90 দিনের জন্য, আনলিমিটেড ভয়েস কলিং সঙ্গে দৈনিক 100 SMS, এই প্ল্যানটি বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য, যারা বেশি ডেটা ব্যবহার করেন এবং দীর্ঘ মেয়াদের প্ল্যান খুজছেন, এছাড়াও এই প্ল্যানে Unlimited 5G ইন্টারনেটও পাওয়া যাবে।

Airtel ও BSNL কোথায় পিছিয়ে পড়ছে?

জিওর এই নতুন প্ল্যানের সামনে Airtel এবং BSNL এর সম মানের প্ল্যান গুলো কার্যত হার মেনেছে! তুলনা মূলক ভাবে দেখে নেওয়া যাক কিছু তথ্য যেখান থেকে টেলিকম গ্রাহকরা বুঝতে পারবে যে কোন প্ল্যানের মাধ্যমে তাদের সুবিধা হবে। আর যেই প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের সুবিধা হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। Airtel 719 প্ল্যানে প্রতিদিন 1.5 GB (মোট 108 GB প্রায়), 84 দিনের জন্য ও সঙ্গে আনলিমিটেড কল + 100 SMS.

BSNL 699 প্ল্যানে দৈনিক 0.5 GB (মোট প্রায় 42 GB), বৈধতা 180 দিন এরই সঙ্গে কলিং সুবিধা সীমিত এলাকায় কার্যকর, এবারে তুলনা করলে দেখতে পাওয়া যাচ্ছে যে, Jio এর 666 প্ল্যানেই প্রায় দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে এবং মেয়াদও 90 দিন, আর এই সম্পর্কে কিছু বিষয় আরও জেনে নেওয়া জরুরি।

Jio প্ল্যানের বাড়তি সুবিধা

  • Jio TV, Jio Cinema, Jio Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন
  • পুরো দেশে জিওর শক্তিশালী 4G ও 5G নেটওয়ার্ক
  • e SIM সাপোর্ট এবং সহজ তর My Jio অ্যাপ ব্যবস্থাপনা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন