Bangla News Dunia, Pallab : বাম (CPM) সরকার লোডশেডিং-এর সরকার! শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে পূর্ববর্তী রাজ্য সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সঙ্গে তুলে ধরলেন তাঁর আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের (Jindals power plant) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের জন্য ১৬ হাজার কোটি টাকা লগ্নি করছে জিন্দল গোষ্ঠী। শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘বাম আমলে সবাই বলতেন, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। সপ্তাহে ৭ দিন এই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে গিয়ে আমরা ৭৬ হাজার কোটি টাকা খরচ করেছি। প্রায় সাড়ে তিন লক্ষ কিলোমিটার নতুন লাইন করা হয়েছে। ৭৫০টির বেশি সাবস্টেশন করা হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরে ৩৭০০ কোটি টাকা খরচ হয়েছে।’
এরই পাশাপাশি তিনি আরও বলেন, বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। বাংলায় ছ’টি ইকোনমিক করিডর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে। ৩০ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে।’
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।