Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউটিউব থেকে টাকা রোজগার করে (YouTube Income) কোটিপতি হয়েছেন এমন উদাহরণ তো অনেক রয়েছে। তবে তাঁরা সকলেই এক একজন নামকরা ইউটিউবার।নিজেদের কনটেন্ট পোস্ট করে প্রতিমাসে মোটা অংকের টাকা রোজগার করেন।
তবে শুধুমাত্র ইউটিউব থেকেই টাকা আসে না, এর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড কলাবরেশন থেকেও ইনকাম হয় তাঁদের। যদিও একটি বিষয় অনেকেই জানেন না, ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড নাও করেন তাহলেও কিন্তু লাখ লাখ টাকা রোজগার করা যায়। এখন প্রশ্ন হলো কিভাবে? আসুন দেখে নেওয়া যাক।
YouTube-এ ভিডিও আপলোড না করেও আয় করবেন কিভাবে?
ইউটিউব থেকে টাকা রোজগার করার প্রচলিত পদ্ধতিগুলি কমবেশি সকলের জানা। কিন্তু যদি ভিডিও কনটেন্ট আপলোড না করেন তাহলে কি রোজগার করা যাবে? অনলাইনে টাকা রোজগার (Online Earning) করা মোটেই মুখের কথা নয়। নানান ভাবে দর্শকের মন জয় করে তবেই নিজের কনটেন্ট বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হয়। তার জন্য পরিশ্রম করতে হয় বিস্তর। তবে এই অনলাইনের যুগে কোন কিছুই অসম্ভব নয়। তাই ভিডিও কনটেন্ট না বানিয়েও টাকা রোজগার করা সম্ভব হচ্ছে।
ভিডিও না বানিয়ে টাকা রোজগার করার পদ্ধতি
আজকের প্রতিবেদনে আমরা কিছু পদ্ধতির কথা আলোচনা করে নেব। এই পদ্ধতিগুলি অবলম্বন করলে, ইউটিউব থেকে আপনিও টাকা রোজগার করতে পারেন। তাও আবার নিজ ভিডিও কনটেন্ট আপলোড না করেই। আসুন তাহলে দেরি না করে বিস্তারিত দেখে নেওয়া যাক।
আরও পড়ুন:- দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব
১) কনটেন্ট কিউরেশন
ইউটিউব মাধ্যমে ভিডিও বানিয়ে ইনকাম করার অন্যতম প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো কনটেন্ট কিউরেশন। অনেক সময় হয় যে, সবাই ভিডিও এডিট করতে পারে না বা সব সময় নতুন ধরনের ভিডিও বানানোর সময় থাকে না। তাই থাকে একটি উপায়। সেটি কনটেন্ট কিউরেশন। যদি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করতে চান, তাহলে কনটেন্ট কিউরেশন আপনার জন্য সঠিক পন্থা হতেই পারে।
২) অডিও কনটেন্ট
বর্তমানে ইউটিউব এতটাই জনপ্রিয় হয়েছে যে, এখন কেবল ভিডিও কন্টেন্টের জন্যই নয় বরং অডিও কন্টেন্টের মাধ্যমেও টাকা ইনকাম করা সম্ভব হয়। তাই ভিডিও ছাড়াই ইউটিউবের অডিও লাইব্রেরি ব্যবহার করে আপনি সেখানে মিউজিক, পডকাস্ট, এবং সাউন্ডস্কেপ আপলোড করে তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া, লাইভস্ট্রিম রেডিও চ্যানেল আরও একটি ইনকাম করার ভালো উপায়।
৩) ফেসলেস ভিডিও চ্যানেল
ইউটিউব থেকে আয় করার জন্য ভিডিওতে যে আপনাকে নিজেকেও থাকতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ফেসলেস ভিডিও চ্যানেলও তৈরি করতে পারেন।
৪) এফিলিয়েট মার্কেটিং
ইউটিউব থেকে টাকা রোজগার করার একটি আরও জনপ্রিয় পদ্ধতি এফিলিয়েট মার্কেটিং। অনেকের মনে হতে পারে, এফিলিয়েট মার্কেটিং মানে প্রোডাক্ট রিভিউ করা, কিন্তু মনে রাখুন যে, প্রোডাক্ট রিভিউ ছাড়াও ইউটিউবে এফিলিয়েট লিঙ্ক শেয়ার করে সেখান থেকেও ইনকাম করা সম্ভব।
৫) ইউটিউব কমিউনিটি ট্যাব
Youtube থেকে টাকা রোজগার করার আরও একটি জনপ্রিয় পদ্ধতি হল ইউটিউব কমিউনিটি ট্যাব। যদি আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে কমিউনিটি ট্যাব অবশ্য হতে পারে আপনার জন্য একটি অসাধারণ মাধ্যম।
উপসংহার: ইউটিউব এখন ৮ থেকে ৮০ সকলেরই প্রিয়। তাই ইউটিউবে আপনি যেমন ভিডিও তৈরি করে রোজগার করতে পারেন, ঠিক তেমনভাবেই ভিডিও না বানিয়েও রোজগার করা সম্ভব হয়। তাই পাঁচটি বিশেষ উপায়ের বর্ণনা করা হলো। আপনারা চাইলে এই সকল পন্থা অবলম্বন করতে পারেন।
আরও পড়ুন:- বাড়ি বাড়ি আর পৌঁছবে না রান্নার গ্যাস! চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা! সমাধানের উপায় জেনে নিন