Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েন আইনজীবী। এরপরই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দেন তাঁরা।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। সুপ্রিম কোর্টের নজরদারিতে যাতে একটি বিশেষ দল মুর্শিদাবাদের ঘটনার তদন্তে নামে সেই দাবিই জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন মামলাটি আদালতে উঠতেই বিচারপতিদের প্রশ্ন, ‘কোন তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে?’। বেঞ্চ সাফ জানিয়ে দেয়, মামলাটির কোনও সারবত্তা নেই। শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলাটি করা হয়েছে। অত্যাচারিত তথা ঘরছাড়াদের নামের তালিকাও উল্লেখ করা হয়নি। মামলায় তথ্য এবং আইনি দিক আরও স্পষ্ট থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের। তাই বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এরপরই মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তবে ভুলগুলি ঠিক করে নিয়ে নতুন মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।