Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এক যুবক ও যুবতী বালির তটে হেঁটে বেড়াচ্ছিলেন। এখানে প্রথমেই বলে রাখা ভাল যে তাঁরা প্রেমিক প্রেমিকা নন, নিছকই খুব ভাল বন্ধু। কারণ যুবক যুবতী জলের ধারে একান্তে ঘুরছেন বললে অনেকের মনে হতেই পারে যে তাঁরা সম্পর্কে লিপ্ত।
যাইহোক, তাঁরা বালির ওপর দিয়ে ঘুরছিলেন। পাশে বিশাল জলরাশি পা ছুঁয়ে চলে যাচ্ছে। জলে পা ভিজিয়ে হাঁটতে হাঁটতে যুবকটি সামনে এক জায়গায় বালির একটা অংশ কাদার মত দেখেন। আর না বুঝে ঠিক সেখানেই পা দিয়ে দেন।
চোরাবালি সময় নেয় না। খুব দ্রুত যুবকের কোমর পর্যন্ত চোরাবালিতে ঢুকে যায়। আরও ঢুকছিল। কিন্তু কোনওক্রমে তিনি পা দিয়ে পাশে পাওয়া একটু বালি চেপে নিজেকে রক্ষা করেন। প্রিয় বন্ধুর এমন অবস্থা দেখে অসহায়ের মত হাঁকপাঁক করতে থাকেন যুবতী। কীভাবে তাঁকে রক্ষা করবেন ভাবতে থাকেন।
অভয় দেন ওই যুবক। জানান, ভয় নেই, তিনি ঠিক বাইরে বেরিয়ে আসার রাস্তা বার করে নেবেন। কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর যুবক বুঝতে পারেন এই চোরাবালি থেকে বার হওয়া অসম্ভব। বরং কতক্ষণ তিনি নিজেকে আরও ভিতরে ঢুকে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন তা নিয়েও সন্দেহ রয়েছে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
পরিস্থিতি বিবেচনা করে যুবতী দমকলে খবর দেন। বন্ধু নন, জানান তাঁর প্রেমিক চোরাবালিতে প্রবেশ করছেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন দমকলকর্মীরা। যুবক তাঁদের জানান, তাঁর প্রেমিকাই ফোন করেছিলেন। তিনি এই চোরাবালি থেকে মুক্তি পেতে চান।
দমকলকর্মীরা কিছুক্ষণের চেষ্টায় তাঁকে চোরাবালি থেকে বার করে আনেন। এ যেন নতুন জীবন ফিরে পান মিচেল ও’ব্রায়েন। প্রিয় বন্ধুকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ব্রিয়ানে সিকা।
লেক মিশিগানের ধারে বালুকাবেলায় ঘোরার সময় এই চোরাবালি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাঁদের জীবন বদলে দেয়। ২ জনেই এই ঘটনার পর বুঝতে পারেন চোরাবালির আতঙ্ক, উত্তেজনা তাঁদের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিকে জাগ্রত করে দিয়েছে। আর তা হয়েছে তাঁদের অজান্তেই।
যাঁরা নিজেদের চিরকাল প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন, তাঁরা মুহুর্তে বুঝতে পারেন তাঁরা ২ জনেই ২ জনকে মন থেকে ভালবেসে ফেলেছিলেন। কিন্তু কেউই সেটা বলতে পারেননি। এই চোরাবালি তাঁদের দিয়ে সেই মনের কথাটা বলিয়ে নিল।
মিচেল ও ব্রিয়ানেকে পরম বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা বানিয়ে জীবন বদলে দিল মিশিগানের চোরাবালি। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য