টিকিট কাটার সময় কিভাবে পাবেন লোয়ার বার্থ ? জেনে নিন টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

trains

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতিদিন প্রচুর মানুষ রেলে যাতায়াত করেন। অনেক সময়, অনেকের ক্ষেত্রেই দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থের সিট প্রয়োজন হয়।

সঙ্গে বয়স্ক মানুষ থাকলে আরও বেশি করে দরকার হয় এই লোয়ার বার্থ।

তবে টিকিট কাটার পর অনেকসময়ই দেখা যায়, চাইলেও লোয়ার বার্থ পাওয়া যায় না। তখনই হয় সমস্যা।

যদি কেউ জেনারেল কোটায় টিকিট বুক করেন, তবে লোয়ার সিট ফাঁকা থাকলে, তবেই সেখানে বয়স্কদের সিট পাওয়া সম্ভব।

আরও পড়ুন:- দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব

কিন্তু আপনি যদি লোয়ার বার্থ বা নির্দিষ্ট কোনও বার্থ চান, তবে জেনারেল কোটা না বেছে, রিজার্ভেশন চয়েস বুক-র অধীনে টিকিট বুক করতে পারেন।

এতে আপনি পছন্দসই সিট পেতে পারবেন। তবে অনেকক্ষেত্রে এতেও পছন্দের সিট পাওয়া যায় না। 

রেলওয়ের তরফে জানানো হয়েছে, জেনারেল কোটায় টিকিট কাটা হয়, তবে “ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ” নিয়মেই বার্থ দেওয়া হয়। এক্ষেত্রে রেলের আলাদাভাবে কিছু করার থাকে না।

যদি তাতেও না হয় তবে ট্রেনে উঠে টিকিট পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করুন। কোনও লোয়ার বার্থ ফাঁকা থাকলে, তাহলে সেই সিট টিটিই আপনাকে দিয়ে দেবেন।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন