ভুলে যান AC! মাত্র 2000 টাকায় ঘর হবে কনকনে ঠান্ডা! জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরম পড়ছে বলে এসির চাহিদা যেমন বেড়েছে, তেমন এয়ার কুলার (Air Coolar) কেনার পরিমাণও বেড়েছে। আর এই চড়া গরমে বাড়িতে ক্রমাগত এসি, ফ্রিজ, কুলার চলছে বলে বিদ্যুৎ খরচ হচ্ছে। মাসের শেষে ইলেকট্রিক বিল (Electric Bill) দেখে চক্ষু চড়কগাছ মধ্যবিত্তের। তাহলে এখন উপায় কি? উপায় আছে আপনার হাতের কাছেই। কারণ এসে গিয়েছে মাত্র ২০০০ টাকার এয়ার কুলার। যা ব্যবহার করলে ঘর হবে কুলকুলে ঠান্ডা। বিদ্যুতের খরচ হবে একেবারে কম।

New Mud Pot Air Coolar In Market

যে হারে গরম বাড়ছে সেখানে এসি কেনা এখন আর বিলাসিতা নয়। বরং প্রয়োজনীয়তা। কিন্তু মুখে বললেই তো আর এসি কেনা হয়ে যায় না। খরচ অনেক বেশি যা অনেকের সাধ্যের বাইরে। কিন্তু ঘর ঠান্ডা রাখার জন্য, বর্তমানে বাজারে দারুন হিট একটি যন্ত্র হলো মাটির পাত্রের কুলার। যার খরচ মাত্র ২০০০ টাকা। ভারতবর্ষে ব্যাপক হারে বিকচ্ছে এই কুলার। আপনিও নামমাত্র খরচে এটি বাড়িতে আনতে পারেন, আর আপনার ঘর নিমেষের মধ্যে ঠান্ডা করে নিতে পারেন।

আমরা সকলেই জানি, মাটির পাত্রে জল রেখে খেলে সেটা কতটা ঠান্ডা হয় আর স্বাস্থ্যকর হয়। তাই এবার সেই পন্থাকে কাজে লাগিয়ে মাটির পাত্রের এয়ার কুলারের চাহিদা বাড়ছে। বলাই যায় যে, মাটির পাত্রের ঠান্ডা রাখার যে প্রাকৃতিক গুণ তার সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে এই কুলার তৈরি করা হয়েছে, যা ভারতবর্ষের বিভিন্ন ঘরে ঘরে ব্যবহার হচ্ছে।

কুলারটি কিভাবে তৈরি করা হয়েছে?

প্রধানত এই কুলারটি তৈরি করা হয়েছে একটি ছিদ্রযুক্ত কাদামাটির পাত্র দিয়ে, যার মধ্যে রাখা হচ্ছে জল। মূলত মাটির ছিদ্রপথে জল ধীরে ধীরে বাষ্পীভূত হবে আর আশেপাশের গরম বাতাসকে শোষণ করে ঠান্ডা করবে। ফলে এরপর যে বাতাস বাইরে বেরিয়ে আসবে, তা হবে ঠান্ডা। আর সেটাই আপনার ঘরকে শীতল করবে।

এই পাত্রের মাথায় একটি ছোট বৈদ্যুতিক ফ্যান লাগানো আছে। যা গরম বাতাস ভেতরে টেনে আনবে আর ঠান্ডা বাতাসকে বাইরে বের করবে। এরপর আপনি যদি চান, তাহলে পাত্রের গায়ে একটি ভেজা কাপড় লাগিয়ে দিতে পারেন। এতে আরও কনকনে ঠান্ডা হবে। ঘর যদি ছোট হয়, তাহলে সেখানে আরো বেশি করে উপকার পাবেন। জানলার পাশে রাখলে আরো বেশি কার্যকারিতা বাড়বে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

মাটির এয়ার কুলারের খরচ কত?

এই মাটির এয়ার কুলারের দাম শুরু হচ্ছে মাত্র 2600 টাকা থেকে। তবে যদি ডবল ফ্যান মডেল কিনতে চান, তাহলে খরচ পড়বে 3900 টাকা। এছাড়া, বড় মডেলটি 6000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে সাধারণত, বিদ্যুতের খরচ কম হবে আর ঘরও ঠান্ডা থাকবে।

এয়ার কুলার কোথা থেকে কিনবেন?

মাটির এয়ার কুলারটি পাওয়া যাচ্ছে অনলাইন শপিং সাইটে। এর জন্য Amazon, Flipkart-এর মত কিছু সাইট অথবা কিছু ই-কমার্স প্ল্যাটফর্মে ভিজিট করে খোঁজ নিতে পারেন।

উপসংহার: স্বাভাবিকভাবেই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা থাকে। এই এয়ার কুলার একেবারে এসির মত ঘর ঠান্ডা করবে না ঠিকই, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে কম দামে ঘর ঠান্ডা করার জন্য এর জুড়ি মেলা ভার। তবে কেনার আগে অনলাইনে ভিজিট করে এর রিভিউ দেখে নিতে পারেন।

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন