নিত্যদিনের ব্যবহার শ্যাম্পুতেও বিষ! ১৬ লক্ষ টাকার ‘নকল হেড অ্যান্ড শোল্ডার্স’ উদ্ধার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি হয়তো ভাবছেন হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু ব্যবহার করছেন, কিন্তু আদৌ কি তাই? সুরতের আমরোলি এলাকায় ৮ বছর ধরে অনলাইনে বিক্রি হচ্ছিল দেখতে এক, গন্ধে এক — অথচ ভেতরে বিষাক্ত নকল হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু।

একজন সেলস অফিসারের সন্দেহ থেকেই ফাঁস গোটা চক্র। আমরোলি থানায় অভিযোগ দায়েরের পরেই হানা দেয় পুলিশ। ‘ভারিয়াভ টি পয়েন্ট’-এর কাছে এক গুদাম থেকে উদ্ধার হয় ১৬ কার্টন ভর্তি নকল শ্যাম্পু, স্টিকার, প্যাকিং উপকরণ — সব মিলিয়ে মূল্য প্রায় ₹১৬,৩৯,০০০।

আরও পড়ুন:- দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব

প্রথম ধরা পড়ে হিতেশ ধীরুভাই শেঠ, এক সাধারণ ১২ হাজার টাকা বেতনের ক্লার্ক। কিন্তু তদন্তে উঠে আসে দুই আসল মাথা — ড্যানিশ বিরানি এবং জ্যামিন গাবানি। এরা হুবহু আসলের মতো বোতল বানিয়ে, অনলাইন অফারে “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি” চালিয়ে বছরের পর বছর মানুষের বিশ্বাস বিক্রি করছিল।

চিহ্নিত গলদ — বোতলে নেই ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নম্বর বা কোম্পানির সিল। এখান থেকেই সন্দেহ শুরু করে হেড অ্যান্ড শোল্ডার্স কর্তৃপক্ষ।

তাই সাবধান হোন! যে প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন তা আসল না নকল — যাচাই করুন প্রতিবার। কম দামে বা অফারে পাওয়া প্রসাধনী পণ্য ব্যবহার করার আগে খুঁটিয়ে দেখুন প্যাকিং, ব্যাচ নম্বর ও কোম্পানির অফিসিয়াল মার্ক।

আরও পড়ুন:- বাড়ি বাড়ি আর পৌঁছবে না রান্নার গ্যাস! চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা! সমাধানের উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন