Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। দিন দুয়েক ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। কলকাতা সহ জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রা। বৈশাখের হালকা হাওয়া থাকায় সন্ধের দিকে খানিকটা স্বস্তি রয়েছে। এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া অফিস।
আজ রাজ্যজুড়ে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তুমুল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, বিহার এবং জম্মু ও কাশ্মীরে, জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সেইসঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাড়বে গরম
গত ২৪ ঘণ্টায় জলীয়বাষ্প বাড়ায় অস্বস্তি অনেক বেড়েছে। এর মধ্যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। তারপর থেকে শুষ্ক আবহাওয়া রাজ্যে, তাপমাত্রা বাড়তে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস, এমনই পূর্বাভাস দিল আলিপুর।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য