Bangla News Dunia, দীনেশ : ট্রাম্প প্রশাসনের (Trump administration) বিরুদ্ধে মামলা দায়ের (Lawsuit) করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University)। সম্প্রতি হার্ভার্ডকে দেওয়া ২.২ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মার্কিন সরকার। এবার সেই সিদ্ধান্ত স্থগিত রাখার দাবিতে আদালতের দারস্থ হল হার্ভার্ড কর্তৃপক্ষ।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
সোমবার বস্টনের ফেডেরাল কোর্টে মামলাটি দায়ের করা হয়। এরপর হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক বিবৃতিতে বলেন, ‘সরকারের বেআইনি দাবি মানতে না চাওয়ায় গত সপ্তাহে হার্ভার্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে সরকার। তাই অনুদান বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। কারণ এটি বেআইনি এবং সরকারের এক্তিয়ারের বাইরে।’ হার্ভার্ডের মামলায় শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি সহ বেশ কয়েকটি মার্কিন সরকারি দপ্তরের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
প্রসঙ্গত, হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। তাতে অংশ নিয়েছে পড়ুয়ারা। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধে কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের তরফে। সম্প্রতি হার্ভার্ডের প্রশাসনিক ব্যবস্থা, নিয়োগ পদ্ধতি, ভর্তি পদ্ধতিতে পরিবর্তন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ক্রিনিংয়ের জন্য অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার শর্ত দেয় ট্রাম্প প্রশাসন। যদিও তা মানেনি হার্ভার্ড কর্তৃপক্ষ। তারপরই তাদের ২.২ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য স্থগিত করেছে হোয়াইট হাউস। যদিও হার্ভার্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইহুদি-বিদ্বেষের কোনও যুক্তিসঙ্গত প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন