Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নন-ফিকশন শোগুলির মধ্যে জি বাংলার দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাংলার বাড়িতে বাড়িতে এই শো দেখেন মা-কাকিমারা। বহু বছর ধরেই এই শোয়ের সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। দিদি রচনার কাছে এসে তারকা থেকে শুরু করে আম জনতা তাঁদের মনের কথা বলতে পারেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে দিদির কাছে নিজেদের জীবন সংগ্রামের কথা শুনিয়ে গিয়েছে। রচনা সঞ্চালিত দিদি নম্বর ১-এ এসে মহিলারা তাঁদের আলাদা পরিচিতি পান। তবে এবার দিদি নম্বর ১ ঘটকের ভূমিকায়। মনের মতো জীবনসঙ্গী খুঁজতে দিদির কাছে ভিড় পাত্র-পাত্রীদের।
সদ্যই দিদি নম্বর ১-এর নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে বিবাহযোগ্য পাত্র-পাত্রীরা তাঁদের মা-বাবার সঙ্গে মঞ্চে হাজির হয়েছেন যোগ্য সঙ্গীর খোঁজে। আর সেখানেই দিদি শোনেন কার কেমন সঙ্গী চাই। রচনার প্রশ্নের উত্তরে সকলেই এক এক করে তাঁরা হবু বর-কনের যোগ্যতার মাপকাঠি জানিয়ে দিচ্ছেন। দিদি নম্বর ১-এর নতুন প্রোমোতে দেখা গিয়েছে, সামনেই বিয়ে, নো টেনশন। আছে তো আপনার পাশে দিদি নম্বর ওয়ান। পাত্র-পাত্রীর খোঁজে হয়রান, দিদির কাছে আছে তার সুলুক সন্ধান। এরপরই বিবাহযোগ্য পাত্র-পাত্রী ও তাদের অভিভাবকরা এক এক করে নিজেদের মাপকাঠি বলতে থাকেন।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
এক পাত্রের মা জানান যে চাকরিটা মাস্ট আজকালকার দিনে। আবার এক পাত্রী বলেন, বিয়ের আগে পাত্র আগে তাঁর বন্ধু হোক, কেউ কেউ আবার জানান যে শপিং করাতে হবে। আবার পাত্রের মা জানিয়েছেন পাত্রী লম্বা হতে হবে। আর এইসব শুনে রচনা বন্দ্যোপাধ্যায় মজা করতে ছাড়েননি। আসলে সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে ‘পাত্র-পাত্রী স্পেশাল’ পর্ব আসতে চলেছে। আর সেই সুবাদেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ওয়ান’-এর দরবারে এবার ‘রাজসূয় যজ্ঞ’। আর এখানে এসে বিবাহযোগ্য পাত্র-পাত্রীরা জীবনসঙ্গী খুঁজে পান কিনা সেটা দেখার জন্য চোখ রাখতে হবে দিদি নম্বর ১-এ।
দিদি নম্বর ১ শো বাংলার ঘরে ঘরে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। টিআরপিতেও এই শো ভাল জায়গাতেই রয়েছে। অপরদিকে এই শোকে আরও জনপ্রিয়তা এনে দিয়েছেন টলিউডের নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। যিনি একসময় একচেটিয়া অভিনয় করেছেন ওড়িয়া ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যদিও বড়পর্দা থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নায়িকা। বরং ছোটপর্দায় দিদি নম্বর ১-এ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন তিনি। এরই মাঝে চব্বিশের সোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে পা রেখেছেন রচনা। তিনি এখন হুগলির সাংসদ। রাজনীতি ও দিদি নম্বর ১-এর শ্যুটিং দুটোই সমান দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য