প্রচন্ড গরমে হিট স্ট্রোক প্রতিরোধে কি কি করণীয় ? জানুন সঠিক তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Stroke

Bangla News Dunia, Pallab : প্রবল গরম গোটা দেশে ফলে বাইরে বেরিয়ে অসুস্থ হওয়ার মত অবস্থা সেক্ষেত্রে গরমে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় —–

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

• যথা সম্ভব রোদ এড়িয়ে চলুন।

• দিনে বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন। টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করুন।

• হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরুন।

প্রচুর জল বা জুস পান করুন।

সহজে হজম হয় এমন খাবার খান, বাসি খাবার খাবেন না

• দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করবেন না।

• সম্ভব হলে একাধিকবার জল দিয়ে শরীর মুছুন বা চান করুন।

• ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে লক্ষ রাখুন।

• অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন