সেভিংস একাউন্টে ১০ লক্ষ টাকা রাখলেই বিপদ? হবে জরিমানা। নিয়ম জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেশির ভাগ মানুষ তাদের সঞ্চয়ের নিরাপত্তার জন্য যে কোন সরকারি বা বেসরকারি ব্যাংকের সেভিংস একাউন্ট বেছে নেন। কিন্তু অনেকেই জানেন না, এই একাউন্টে ১০ লক্ষ টাকার বেশি থাকলে আয়কর বিভাগের নজরে পড়তে পারেন এবং জরিমানাও গুনতে হতে পারে। তাই ব্যাংকে টাকা রাখার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, নইলে একাউন্ট থেকে যে কোন ধরণের লেনদেন বন্ধ করেও দেওয়া হতে পারে।

ব্যাংকের সেভিংস একাউন্টে টাকা রাখলেই বিপদ?

সেভিংস একাউন্টে ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা পড়লে সেই লেনদেন আয়কর দফতরের নজরে আসে। বিশেষ করে যদি হঠাৎ করেই বড় অঙ্কের টাকা একাউন্টে জমা হয়, তাহলে তা সন্দেহজনক লেনদেন হিসেবে গণ্য হতে পারে। আয়কর আইন অনুযায়ী, ব্যাংক গুলোকে ১০ লক্ষ বা তার বেশি টাকার নগদ জমা বা উত্তোলনের রিপোর্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠাতে হয়। এই তথ্য গুলি Annual Information Statement (AIS) বা Statement of Financial Transactions (SFT)-এ রেকর্ড হয়।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

সেভিংস একাউন্টের নিয়মে কাদের জন্য ঝুঁকি বেশি?

  • যারা ক্যাশে লেনদেন বেশি করেন
  • যারা ব্যবসা করেন কিন্তু আয়কর ফাইল করেন না
  • যারা হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা করেন

আয়কর দফতর যদি মনে করে আপনি আয় গোপন করেছেন, তাহলে আপনাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হতে পারে। এমনকি Section 271 D অনুযায়ী, নিয়ম ভাঙলে সমান অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে। যদি আপনার সব আয় সঠিকভাবে ট্যাক্স রিটার্নে দেখানো থাকে, তবে বড় অঙ্কের টাকা রাখলেও সাধারণত কোনো সমস্যা হবে না। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাই ভালো।

সেভিংস একাউন্টে কীভাবে টাকা রাখলে সুবিধা হবে?

  1. ব্যাংকে হঠাৎ করে বড় টাকা জমা না দিয়ে ধাপে ধাপে রাখুন
  2. ক্যাশ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন করুন
  3. সঠিকভাবে ITR ফাইল করুন
  4.  ব্যাংকে টাকা রাখার সময় যে বিষয় গুলো মনে রাখতে হবে

নিজের আয় অনুযায়ী ব্যাংক একাউন্টে টাকা রাখুন, হঠাৎ বড় অঙ্কের ক্যাশ ডিপোজিট এড়িয়ে চলুন, আয়কর রিটার্ন সঠিক ভাবে সময় মতো ফাইল করুন, AIS ও ফর্ম 26 AS চেক করুন প্রতি বছর। আর ব্যাংক একাউন্টে কত টাকা লেনদেন করছেন সেই সম্পর্কে একটা হিসাব রাখা উচিত এবং পরিবারে কেউ ভরসা যোগ্য থাকলে তার একাউন্টের মাধ্যমে লেনদেন করা সম্ভব

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন