Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র 25 টাকা দামের কানের দূল কিনতে গিয়ে খোয়া গেল 1 লক্ষ 6 হাজার টাকা। সাইবার থানার দ্বারস্থ ক্রেতা। জলপাইগুড়িতে অনলাইন প্রতারণার স্বীকার হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র 25 টাকার কানের দুলের জন্য খোয়াতে হল 1 লক্ষ 6 হাজার টাকা।
জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ার বাসিন্দা বাপ্পাই সরকারের সঙ্গে ঘটে যাওয়া সাইবার প্রতারণার ঘটনায় তদন্তে জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করতে জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়েছেন বাপ্পাই সরকার।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
জলপাইগুড়ির রায়কতপাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার অভিযোগ করে বলেন,”আমি চার সেট কানের দূল অর্ডার করেছিলাম কিন্তু এসেছে মাত্র একটি। গত 13 এপ্রিল অনলাইনে চার জোরা কানের দুলের অর্ডার করে ছিলাম। কিন্তু চার সেট আসার কথা থাকলেও একটি দূল আসে। গত 20 তারিখ ওই কানের দুল ডেলিভারি দেওয়া হয়। ক্যাশ অ্যান্ড ডেলিভারি থাকায় ডেলিভারি বয়কে দিয়েছিলেন। কিন্তু, এবার কানের দূলটি আমি রিটার্ন করে দেবার জন্য আমি ইন্টারনেট থেকে নম্বর জোগাড় করে টোল ফ্রি নম্বর ফোন করলে তারা একটি নম্বর দেয় আমাকে। সেই নম্বর ফোন করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হয়। আমাকে বলা হয় অ্যাপ ডাউনলোড করতে। হঠাৎ করে দেখি আমার মোবাইল কালো হয়ে গেল এবং আমার গুগুল পে থেকে 1 লক্ষ 6 হাজার টাকা কেটে নিল।”
জানা গিয়েছে, দুই দফায় বাপ্পাই সরকারের গুগুল পে অ্যাকাউন্ট থেকে 98 হাজার এবং 8 হাজার টাকা কেটে নিয়েছে প্রতারকরা। আপাতত বিষয়টি তদন্ত করে দেখছে জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ ।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য