Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার সিনেমা নির্বাচন হবে আরও কঠিন ৷ মানতে হবে একাধিক নিয়মও ৷ 98তম অস্কার পুরস্কারের তারিখ ঘোষণার পাশাপাশি অ্যাকাডেমির তরফে প্রকাশ করা হয়েছে বেশ কিছু নিয়ম ৷ 2026 সালের 15 মার্চ অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার ৷ তার আগেই কোন কোন নিয়ম মেনে সিনেমা নির্বাচিত হবে, অ্যাকাডেমি সদস্যদের কোন কোন নিয়ম বা রুল মেনে চলতে হবে তার তালিকাও প্রকাশ করা হয়েছে ৷
98তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের নিয়ম
- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সিনেমার মনোনয়নে প্রভাব ফেলা চলবে না ৷ অ্যাকাডেমি এদিন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রসঙ্গে তুলে ধরেছে ৷ নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে কোনও ছবি মনোনয়ন থেকে বঞ্চিত হবে না। পরিবর্তে, কাজের সৃজনশীলতা এবং শৈল্পিক যোগ্যতার উপর জোর দেওয়া হবে।
- সেরা ছবি বিভাগে লড়াইয়ের জন্য, চলতি বছর 1 জানুয়ারী থেকে 30 জুন পর্যন্ত যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে তা 10 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। আবার 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে সিনেমা মুক্তি পাবে তা মুক্তিপ্রাপ্ত 13 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
- অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে যে সকল সদস্যরা ভোট দেবেন, তাঁদের শর্টলিস্ট হওয়া 15টি ছবি অবশ্যই দেখতে হবে ৷
- সিনেমাটোগ্রাফি বিভাগেও এবার পুরস্কার প্রদান চালু হয়েছে ৷ এক্ষেত্রে 10 থেকে 20টি ছবির সিনেমাটোগ্রাফি শর্টলিস্ট হবে ৷
- ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে রিফিউজি পরিচালক (যাঁরা অন্য দেশে বসবাস করেন, নাগরিকত্ব নেই) যাঁরা রয়েছেন তাঁরাও অংশগ্রহণ করতে পারবেন ৷
- মিউজিক বিভাগে গান দিতে চাইলে তা চলতি বছর 15 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে ৷ পাশাপাশি অরজিনাল স্কোর জমা দিতে হবে চলতি বছর 3 নভেম্বর বিকেল 5টার মধ্যে ৷
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
তারিখ | 15 মার্চ 2026 |
জায়গা | হলিউডের ডলবি থিয়েটার |
সঞ্চালক | কোনান ও’ব্রায়ান |
কার্যকারী নির্মাতা | রাজ কাপুর ও কেটি মিলান |
সম্প্রচার | এবিসি নিউজ |
সময় | সন্ধ্যা 7 টায় ইস্টার্ন টাইম/4টে পেসিফিক টাইম
ভারতে- ভোর 5.30টায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডা টাইম |
- নমিনেশন ভোটিং শুরু হবে 2026-এর 12 জানুয়ারি ৷
- নমিনেশন ভোটিং শেষ হবে 16 ফেব্রুয়ারি বিকেল 5টায় ৷
- অস্কার নমিনেশনের ঘোষণা হবে 22 জানুয়ারি
- ফাইনাল ভোটিং শুরু হবে 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে
- ফাইনাল ভোট শেষ হবে মার্চের 5 তারিখ বিকেল 5টায় ৷
- অনুষ্ঠান- রবিবার, 15 মার্চ
- সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস দেওয়া হবে 2026 সালের 28 এপ্রিল, মঙ্গলবার ৷