অস্কারে সিনেমা নির্বাচন আরও টাফ, সংযোজন একাধিক নতুন নিয়ম । জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার সিনেমা নির্বাচন হবে আরও কঠিন ৷ মানতে হবে একাধিক নিয়মও ৷ 98তম অস্কার পুরস্কারের তারিখ ঘোষণার পাশাপাশি অ্যাকাডেমির তরফে প্রকাশ করা হয়েছে বেশ কিছু নিয়ম ৷ 2026 সালের 15 মার্চ অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার ৷ তার আগেই কোন কোন নিয়ম মেনে সিনেমা নির্বাচিত হবে, অ্যাকাডেমি সদস্যদের কোন কোন নিয়ম বা রুল মেনে চলতে হবে তার তালিকাও প্রকাশ করা হয়েছে ৷

98তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের নিয়ম

  1. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সিনেমার মনোনয়নে প্রভাব ফেলা চলবে না ৷ অ্যাকাডেমি এদিন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রসঙ্গে তুলে ধরেছে ৷ নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে কোনও ছবি মনোনয়ন থেকে বঞ্চিত হবে না। পরিবর্তে, কাজের সৃজনশীলতা এবং শৈল্পিক যোগ্যতার উপর জোর দেওয়া হবে।
  2. সেরা ছবি বিভাগে লড়াইয়ের জন্য, চলতি বছর 1 জানুয়ারী থেকে 30 জুন পর্যন্ত যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে তা 10 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। আবার 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে সিনেমা মুক্তি পাবে তা মুক্তিপ্রাপ্ত 13 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
  3. অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে যে সকল সদস্যরা ভোট দেবেন, তাঁদের শর্টলিস্ট হওয়া 15টি ছবি অবশ্যই দেখতে হবে ৷
  4. সিনেমাটোগ্রাফি বিভাগেও এবার পুরস্কার প্রদান চালু হয়েছে ৷ এক্ষেত্রে 10 থেকে 20টি ছবির সিনেমাটোগ্রাফি শর্টলিস্ট হবে ৷
  5. ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে রিফিউজি পরিচালক (যাঁরা অন্য দেশে বসবাস করেন, নাগরিকত্ব নেই) যাঁরা রয়েছেন তাঁরাও অংশগ্রহণ করতে পারবেন ৷
  6. মিউজিক বিভাগে গান দিতে চাইলে তা চলতি বছর 15 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে ৷ পাশাপাশি অরজিনাল স্কোর জমা দিতে হবে চলতি বছর 3 নভেম্বর বিকেল 5টার মধ্যে ৷

 

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

তারিখ 15 মার্চ 2026
জায়গা হলিউডের ডলবি থিয়েটার
সঞ্চালক কোনান ও’ব্রায়ান
কার্যকারী নির্মাতা রাজ কাপুর ও কেটি মিলান
সম্প্রচার এবিসি নিউজ
সময় সন্ধ্যা 7 টায় ইস্টার্ন টাইম/4টে পেসিফিক টাইম

ভারতে- ভোর 5.30টায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডা টাইম

  • নমিনেশন ভোটিং শুরু হবে 2026-এর 12 জানুয়ারি ৷
  • নমিনেশন ভোটিং শেষ হবে 16 ফেব্রুয়ারি বিকেল 5টায় ৷
  • অস্কার নমিনেশনের ঘোষণা হবে 22 জানুয়ারি
  • ফাইনাল ভোটিং শুরু হবে 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে
  • ফাইনাল ভোট শেষ হবে মার্চের 5 তারিখ বিকেল 5টায় ৷
  • অনুষ্ঠান- রবিবার, 15 মার্চ
  • সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস দেওয়া হবে 2026 সালের 28 এপ্রিল, মঙ্গলবার ৷

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন