তাপপ্রবাহের লাল সতর্কতা দক্ষিণবঙ্গে ! জানুন কোন কোন জেলায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : টানা চারদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুরে এমনটাই জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আগামিকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করতে চলেছে। এর পাশাপাশি ওই ছ’টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ‘তাপপ্রবাহ’ ঘোষণা হওয়ার জন্য একসঙ্গে এই দুই শর্তই পূর্ণ হওয়া আবশ্যিক। পর পর কয়েকটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার দৌলতে শুধু দক্ষিণবঙ্গ নয়, একসঙ্গে গোটা রাজ্যই কয়েক দিন বেশ মনোরম আহাওয়া পেয়েছিল।

বৈশাখ পড়ে যাওয়ার পরেও গরমের তীব্রতা তেমন ভাবে অনুভূত হয়নি। কিন্তু সেই পরিস্থিতিতে ছন্দপতন ঘটালো পশ্চিমী হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দেশের উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম এবং শুকনো বাতাসেই উত্তরপ্রদেশ থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে চলেছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন