পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালীর, মৃতের স্ত্রীকে ফোনে সমবেদনা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর দেদারে গুলি চালাল জঙ্গিরা। পর্যটকদের ওপর জঙ্গিদের গুলিতে এখনও পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও, আহতের সংখ্যাটাও কম নয়। হতাহতরা প্রত্যেকেই পর্যটক বলে জানা গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন কলকাতার এক বাসিন্দাও। এদিনের জঙ্গি হামলায় পহেলগাঁওয়ে কোনও বাঙালি পর্যটক ছিলেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে নবান্ন।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। এদিনের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার এক বাঙালী পর্যটক বিতান অধিকারী। তার বাড়ি বিতানের বাড়ি বৈষ্ণবঘাটায়। পেশা সূত্রে সপরিবারে তিনি থাকতেন আমেরিকার ফ্লোরিডায়। স্ত্রী ও শিশু পুত্র কে নিয়ে কলকাতায় এসেছিলেন। তারপর সেখান থেকেই সপরিবারে বেড়াতে যান কাশ্মীর। এদিন স্ত্রী ও শিশু পুত্রের সামনেই বিতান অধিকারীকে গুলি করে হত্যা করেন জঙ্গিরা। এই খবর পেয়ে জঙ্গি হানায় নিহত বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে কথা বলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতানবাবু ছাড়া আর কোনও বাঙালী পর্যটকের মৃত্যুর খবর আসেনি। তবে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন।

আরও পড়ুন:- গরমে তেষ্টা মেটাতে Cold Drink পান করছেন ? শরীরের কী ক্ষতি হচ্ছে জানুন

এদিন জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কর্মী মনিষ রঞ্জন। তাঁকেও জঙ্গিরা স্ত্রী পুত্রের সামনেই গুলি করে হত্যা করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় নৌসেনার এক অফিসারের। জানা গিয়েছে, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল (২৬)। ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন। আদতে হরিয়ানার ছেলে লেফটেন্যান্ট নরওয়ালের বিয়ে হয়েছিল গত ১৬ এপ্রিলই। বিয়ের মাত্র ৬ দিনের মাথায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারাতে হল তাঁকে।

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

এদিন দুপুর তিনটে নাগাদ বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। এই ঘটনার পরেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। নিন্দায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। তিনি জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। এর পাশাপাশি পহেলগাঁও সহ জম্মু-কাশ্মীরের প্রতিটি পর্যটনস্থলেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন