Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মন্ত্রের শক্তি আমরা সকলেই জানি। আগেকার ঋষি মুনিরা মন্ত্রের সাহায্যেই সকল দুর্লভ কর্ম করে থাকতেন। শাস্ত্র মতে শিব পুজো ও শিবের আরাধনা করলে জীবনে দারুন সফলতা পাওয়া যায়। শিব পুজো দু – ভাবে করা হয় লিঙ্গ ও মূর্তি। শিব হলো হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম দেবতা। আর সব মন্ত্রের মধ্যে অন্যতম মহা মন্ত্র হলো মৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই মহা মন্ত্রের গুরুত্ব।
আরো পড়ুন :- এই রাশির ব্যাক্তিদের কেউ নিয়ন্তন করতে পারে না , এরা নিজের মত চলে
১. এই মহা মন্ত্র জপের মাধ্যমে সমস্ত গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।
২. এই মহা মন্ত্র জপের মাধ্যমে বিভিন্ন দোষ যেমন – কালসর্প দোষ , পিতৃ দোষ ও বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে এই মন্ত্রে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে।
৩. মানুষের আয়ু বৃদ্ধিতে সাহায্য করে এই মহা মন্ত্র।
তবে এই মহা মন্ত্র জপের আগে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। এই মন্ত্র জপের আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে রুদ্রাক্ষের মালা সহিত এই মন্ত্র জপ করা উচিত।
ভগবান শিবের মূর্তি বা লিঙ্গের সামনে ধুপ বা প্রদীপ জ্বালিয়ে কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত। যদি আপনি এই মন্ত্র জপ করতে না পারেন তবে বাড়িতে পুরোহিত রেখে এই মন্ত্র জপ করাতে পারেন।
মহা মৃত্যুঞ্জয় মন্ত্র :-
“ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্।।”
আরো পড়ুন :- শান্তিপূর্ণ জীবন কাটাতে বাস্তু মতে মেনে চলুন বেডরুমের এই নিয়ম গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)