Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরের বারামুলায় দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করল সেনাবাহিনী। বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনা জওয়ানদের। তুমুল সংঘর্ষের পর দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
ইন্ডিয়ান আর্মির চিনার কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে করে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, ২৩ এপ্রিল সকালে বারামুলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয় সেনাবাহিনীর। দুই জঙ্গিকে আপাতত নিকেশ করা সম্ভব হয়েছে। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সেনা। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও অপারেশন চলছে।
উল্লেখ্য, গতকালই পহেলগাওয়ের বৈশানর ভ্যালিতে নৃশংস জঙ্গি হামলায় ২৭ পর্যটকের মৃত্যু হয়েছে। বেছে বেছে ধর্মপরিচয় নিশ্চিত করে গুলি চালিয়ে পর্যটকদের খুন করে জঙ্গিরা। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। কাশ্মীরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন