Bangla News Dunia, দীনেশ :- সন্ত্রাসের কাছে নত হবে না ভারত। অপরাধীরাও রেহাই পাবে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) বুধবার গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)।
এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রদ্ধা জানান প্রয়াতদের। এরপর এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে পহেলগাঁও হামলার নিহতদের শেষ শ্রদ্ধা জানিয়েছি। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। অপরাধীরা রেহাই পাবে না।’
With a heavy heart, paid last respects to the deceased of the Pahalgam terror attack. Bharat will not bend to terror. The culprits of this dastardly terror attack will not be spared. pic.twitter.com/bFxb2nDT4H
— Amit Shah (@AmitShah) April 23, 2025
প্রসঙ্গত, গতকাল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক। অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে। হামলাকারীদের ছবি, স্কেচ প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
ঘটনার পরই পুলিশ ও সেনা ঘটনাস্থলে পৌঁছোয়। এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিন স্কুল, কলেজ, দোকানপাট, বাজার সমস্ত বন্ধ রয়েছে সেখানে। থমথমে রয়েছে গোটা এলাকা।
আরও পড়ুন:- গরমে তেষ্টা মেটাতে Cold Drink পান করছেন ? শরীরের কী ক্ষতি হচ্ছে জানুন
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন