Bangla News Dunia, দীনেশ :- তাহলে কি শুধু সময়ের অপেক্ষা? কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন পর্যটক। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট লস্কর-ই তৈবার সংগঠন টিআরএফ কাশ্মীর রেজিস্ট্যান্স ফোর্স। বুধবার সেনা সর্বাধিনায়ক, তিন সেনাপ্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরই হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানালেন, কেউ রেহাই পাবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে কি আজই পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারতীয় সেনা? রাজনাথের হুঙ্কারের পর সেই জল্পনাই এখন তুঙ্গে। তবে দেশবাসী চাইছে প্রত্যাঘাত করুক ভারত।পহেলগাঁও হামলার পর রাজনাথের হুঙ্কারে বাতাসে যুদ্ধের গন্ধ আরও জোরাল হচ্ছে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
কাশ্মীরে জঙ্গি হানায় ২৭ পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে প্রায় দেড়শো কোটি মানুষ। নিন্দা প্রকাশ করেছে বিশ্বের বহু দেশ। জঙ্গি হামলার ঘটনায় নীরব প্রতিবেশী বাংলাদেশের ইউনূস সরকার। গতকাল বিকেলেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সফর কাটছাঁট করে আজ সকালেই সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাঝেই এদিন দুপুরে হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। শুধু হামলাকারী নয়, যারা এই নারকীয় ঘটনার নেপথ্যে বসে ভারতের মাটিতে এই নৃশংস হামলার ষড়যন্ত্র করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। আততায়ীরা কিছুক্ষণের মধ্যে খুব জোরাল ও স্পষ্ট জবাব পাবে।”
আরও পড়ুন:- গরমে তেষ্টা মেটাতে Cold Drink পান করছেন ? শরীরের কী ক্ষতি হচ্ছে জানুন
উল্লেখ্য, আজ সন্ধ্যা ছ’টায় প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের বৈঠক হয়। পুলওয়ামা কাণ্ডের পরও একইভাবে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। তাহলে কি পাকভূমিতে হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছে ভারত? আজ রাতেই কি সার্জিক্যাল স্ট্রাইকে যাবে ভারতীয় সেনা? এই জল্পনাকেই উসকে দিয়েছে রাজনাথ সিংয়ের হুঙ্কার। যদি কোন বড় পদক্ষেপ হয়, তাহলে কতটা ফলপ্রসূ হবে সেই পদক্ষেপ, এখন সেটাই দেখার।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।