Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাবে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছে ভারত। বুধবার প্রধানমন্ত্রী মোদির বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলা নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের পরই কেন্দ্রীয় সরকারের তরফে পাঁচটি কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। এই আবহেই এবার বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিও (NSC)।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৃহস্পতিবার সকালেই হতে চলেছে এই বৈঠক। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিতে সেদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য, সামরিক প্রধান এবং গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন। সেই বৈঠকে নেওয়া হতে পারে কোনও বড় সিদ্ধান্ত। মূলত ভারত সরকারের প্রত্যাঘাতের সামলাতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, বুধবারের বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দেন, আপাতত স্থগিত করা হচ্ছে সিন্ধু জলচুক্তি। অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা-অটারি সীমান্ত। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের সার্ক ভিসা। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সমস্ত সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে থাকা হাইকমিশনের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে। তবে ভারতের ‘পঞ্চবাণ’-এ যে পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।