বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! প্রচুর শূন্যপদে সিভিক নিয়োগ করবে সরকার। বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে ব্যস্ত রাজ্য সরকার। তার মাঝেই নতুন করে প্রচুর নিয়োগের (Job Recruitment) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের বিচারে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় এমনিতেই তোলপাড় রাজ্য। প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের তীব্র বিরোধিতা করছেন। তাঁদের একটাই বক্তব্য। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশিত হোক। এর মাঝে নতুন করে একগুচ্ছ শূন্যপদে সিভিক নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Civic Volunteer Recruitment In WB

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আর তার আগে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হলো রাজ্য সরকারের (WB Government) তরফে। পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য মোট ১০০ সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

সম্প্রতি বুধবার দিন নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভা। সে বৈঠকের পর সিভিক নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগে মন্দির চত্বরে ভিড় সামলাতে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। মনে করা হচ্ছে, নতুন করে রাজ্যে নিয়োগের ফলে পর্যটন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে।

আরও পড়ুন:- হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্ট সুস্থ রাখবেন কিভাবে ? জেনে নিন সেরা পাঁচটি উপায়।

কোন কোন পদে নিয়োগ হচ্ছে?

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই নবান্নে একটি প্রস্তুতি এবং পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে যাতে কোনও খামতি না-থাকে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর সেই বিষয়টিতে আরো গুরুত্ব দিয়ে এবার মন্দিরের প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য মোট ১০০ জন সিভিক ভলান্টিয়ারকে নিয়োগ করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

সূত্রের খবর, এদিন বুধবার মন্ত্রিসভার বৈঠকে নতুন এবং বিদ্যমান মিলিয়ে মোট ১১৪টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। সিভিক ছাড়াও এই তালিকায় হুগলি জেলার সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে বারোটি অতিরিক্ত প্যারামেডিকেল পদ সৃষ্টির অনুমোদন রয়েছে ও পরিবহণ বিভাগের জন্য দু’টি নতুন আইন আধিকারিক পদ তৈরির সিদ্ধান্তও নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

উপসংহার: পুরীর জগন্নাথধামের আদলে বাংলার সৈকতশহর দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। এই মন্দির নির্মাণ করেছে হিডকো। সেই মন্দির উদ্বোধন নিয়ে বাংলায় উন্মাদনা রয়েছেই। আর তার মাঝে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন