৮.০৫% সুদে ফিক্সড ডিপোজিট ! SBI সহ এই ৪টি ব্যাংকে বেশি রিটার্ন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক আকর্ষণীয় হারে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদ দিচ্ছে। বিশেষ করে SBI (State Bank of India), Yes Bank, IDFC First Bank এবং IndusInd Bank এর কিছু স্কিমে ৮.০৫% পর্যন্ত সুদের হার পাওয়া যাচ্ছে। যারা ঝুকি মুক্ত বিনিয়োগ খুজছেন, তাদের জন্য এই সুযোগ আদর্শ। এখানে প্রতিটি ব্যাংকের সুদের হার ও প্রয়োজনীয় তথ্য পয়েন্ট আকারে তুলে ধরা হলো।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

SBI সহ ৪টি ব্যাঙ্কে ৮.০৫% সুদে ফিক্সড ডিপোজিট – কোথায় কত সুযোগ?

SBI Fixed Deposit এর ক্ষেত্রে সিনিয়রদের জন্য বাড়তি সুযোগ! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ নাগরিকদের জন্য ৭.১০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে নির্দিষ্ট স্কিমে, ‘SBI Amrit Kalash’ নামের স্কিমে ৪০০ দিনের জন্য এই সুদের হার প্রযোজ্য, এই স্কিমটি সীমিত সময়ের জন্য উপলব্ধ, তাই শীঘ্রই বিনিয়োগ করলে লাভ বেশি।ভারতের বৃহত্তম ব্যাংক হিসেবে SBI উপর আস্থা বেশি ও FD এর সঙ্গে Nomination ও Auto Renewal এর সুবিধা।

Yes Bank Fixed Deposit

সর্বোচ্চ ৮.০৫% সুদ, Yes Bank বর্তমানে ১৮ মাস থেকে ৩৬ মাস মেয়াদী FD তে সর্বোচ্চ ৮.০৫% সুদ দিচ্ছে, সাধারণ গ্রাহকের জন্য সুদের হার ৭.৭৫%, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য বাড়িয়ে ৮.০৫% করা হয়েছে, অনলাইনে FD একাউন্ট খোলার সুবিধা রয়েছে। নমনীয় টার্ম অপশন, প্রিম্যাচিওর উইথড্রয়াল সম্ভব, কম পাউন্ড ইন্টারেস্টে অধিক লাভ।

IDFC First Bank FD

আকর্ষণীয় রেট ও নমনীয়তা IDFC First Bank ১ বছরের বেশি ও ৩ বছরের কম মেয়াদে সর্বোচ্চ ৮.০০% সুদ অফার করছে, সিনিয়র সিটিজেনদের জন্য এটি বাড়িয়ে ৮.৫০% পর্যন্ত হতে পারে নির্দিষ্ট স্কিমে, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা সম্ভব। মাসিক, ত্রৈমাসিক অথবা মেয়াদ শেষে সুদ পাওয়ার অপশন, যৌথ একাউন্ট খোলার সুবিধা সঙ্গে আরও অনেক কিছু।

IndusInd Bank FD

ফ্লেক্সিবল অপশন সহ হাই ইন্টারেস্ট IndusInd Bank দিচ্ছে ৮.০০% পর্যন্ত সুদ, মেয়াদ ২ বছর বা তার বেশি হলে। সিনিয়র সিটিজেনদের জন্য রেট আরও বেশি। এই ব্যাংকে ১, ২ ও ৩ বছরের মেয়াদী FD প্ল্যান রয়েছে, অটো রিনিউয়াল, SMS অ্যালার্ট ও নোমিনেশন সুবিধা রয়েছে। ১০,০০০ টাকা থেকে শুরু করা যায়, কর সাশ্রয়ী FD অপশন রয়েছে (Tax Saver FD).

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন