গরম থেকে রেহাই, রাজ্যে টানা বৃষ্টি চলবে; কবে থেকে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহান্তে গরম থেকে রেহাই মিলবে। স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে। ফলে হাঁসফাঁস গরম থেকে স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। চলতি সপ্তাহে তাপপ্রবাহ চলবে কিছু জেলায়। সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

রবিবার থেকে কোন কোন জেলায়, কতদিন বৃষ্টি পূর্বাভাস?
আগামী দিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা নতুন করে পরিবর্তন হবে না। চলতি সপ্তাহে ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে। তারমধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে সপ্তাহান্তে মিলেছে স্বস্তির খবর। ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে হাওয়া, সেইসঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ফলে পারদ কিছুটা নামতে পারে।

আরও পড়ুন:- হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্ট সুস্থ রাখবেন কিভাবে ? জেনে নিন সেরা পাঁচটি উপায়।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত
তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সর্তকতা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলি সহ অন্যান্য জেলায় চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে ও আগামী সপ্তাহে টানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ফলে সপ্তাহজুড়ে মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন