Bangla News Dunia, Pallab : ফের রক্তাক্ত ভূস্বর্গ। পহেলগাওঁ হামলার দু’দিন পর উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক সেনা জওয়ান। পর্যটকদের ওপর হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে এক জওয়ান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। অভিযান এখনও চলছে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে উধমপুরের বসন্তগড়ে একটি যৌথ অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই হয়েছে। এতে আমাদের এক বীর জওয়ান প্রথমে গুরুতর আহত হন। বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।’