রাজ্যে ফের চলছে সিভিক নিয়োগ, সাথে অন্য চাকরিও ! বিজ্ঞপ্তি জারি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যে চাকরি প্রাথিদের (West Bengal Job) জন্য খুশির খবর। কারণ রাজ্যের মন্ত্রিসভা এবার একসঙ্গে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। জানা যাচ্ছে, বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। আর সবথেকে বড় আকর্ষণ দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির চত্বরে জনসমাগম আটকাতে ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

দীঘার নতুন আকর্ষণ

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দির। সমুদ্র সমতটকে এবার শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং ধর্মীয় কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩০শে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে।

আর সেই উপলক্ষে প্রচুর পর্যটকের ভিড় হবে বলেই জানা যাচ্ছে। তাই আগে থেকে ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে যানবাহন এবং পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

রাজ্যের স্বাস্থ্য খাতে জোর

দীঘার পর দ্বিতীয় বড় সিদ্ধান্ত হল হুগলির সিঙ্গুর ট্রমা সেন্টারে এবার ১২টি অতিরিক্ত প্যারামেডিকেল পদে নিয়োগ। হ্যাঁ, এই হাসপাতালে প্রতিদিনই প্রচুর রোগী আসেন। কিন্তু পরিকাঠামোগত ঘাটতির কারণে সঠিক পরিষেবা দেওয়া কঠিন হয়ে ওঠে। কিন্তু নতুন নিয়োগ হলে রোগীরা আরও দ্রুত চিকিৎসা পাবেন বলেই মনে করা হচ্ছে।

পরিবহন দপ্তরে আইনি আধিকারিক নিয়োগ

পাশাপাশি পরিবহন দপ্তরের জন্য দুটি আলাদা করে নতুন আইনি আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুত্রের খবর, এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আইনি বিষয়ে দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে এই নিয়োগ অত্যন্ত প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন