কাশ্মীর নয়! গরমের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৪টি শীতল জায়গা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাশ্মীর মানেই যেন স্বর্গ! কিন্তু গরমের ছুটিতে কাশ্মীরের ভিড় আর খরচ এড়িয়ে ভারতের মধ্যেই এমন কিছু জায়গা আছে, যেখানে আপনি পাবেন প্রশান্তি, ঠাণ্ডা আবহাওয়া আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আসুন জেনে নিই সেই ৪ টি মন মুগ্ধকর গন্তব্য সম্পর্কে, যেখানে আপনি সহজেই পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন। কম খরচে এই সকল জায়গায় আপনারা ঘুরে আসতে পারবেন।

গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৪ জায়গা, ভুলে যাবেন ভু-স্বর্গ!

আর কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের সকল সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে এবং এই সময়ে অনেকেই রাজ্যের তীব্র গরম থেকে বাচার জন্য কোন না কোন জায়গায় গিয়ে ঘুরে আসতে পছন্দ করেন। তাহলে কিছু জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে সকলে ভালো করে কম খরচে ঘুরে আসতে পারবে। তাহলে এক এক করে সকল জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:- গরমে ভিতর থেকে শরীর ঠান্ডা রাখে এই ৭ খাবার, জন্ডিস-ডায়রিয়া হয় না

সিকিম (Sikkim)

সিকিম ভারতের অন্যতম শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি রাজ্য। গরমের ছুটিতে এর ঠান্ডা পরিবেশ, বরফে ঢাকা পাহাড় আর মন্দিরগুলি আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। গ্যাংটক (Gangtok), ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley), নাথুলা পাস (Nathula Pass) হল দেখার মত জায়গা। শিলিগুড়ি থেকে গাড়ি বা হেলিকপ্টারে সিকিম যাওয়া যায়, খরচ তুলনা মূলকভাবে কম এবং আবাসনের ব্যবস্থা খুব ভালো।

কেরালার মুনার (Munnar)

যদি আপনি কাশ্মীরের বিকল্প খুজে থাকেন, তবে দক্ষিণ ভারতের এই ছোট শহরটি হতে পারে আদর্শ জায়গা। মুনারের চা বাগান, ঝর্ণা এবং কুয়াশায় মোড়া পাহাড় আপনাকে মুগ্ধ করবে। পারফেক্ট কাপল বা ফ্যামিলি ট্রিপের জন্য, জুন আগস্ট সময় কালে আবহাওয়া ঠাণ্ডা ও মনোরম, স্থানীয় ফুড ট্রাই করুন – দক্ষিণ ভারতীয় থালি আর ফিল্টার কফি। গরমের ছুটির সময়ে ঘুরতে যাওয়ার সেরা জায়গা বলাই যেতে পারে।

ম্যাকলিওডগঞ্জ – পাহাড়ি ধ্যান ও সংস্কৃতির শহর (McLeod Ganj)

এই জায়গাটিকে বলা হয় “মিনি তিব্বত”। ধর্মশালার উপরে অবস্থিত এই ছোট শহরটি তিব্বতি সংস্কৃতি, মনাস্ট্রি ও ট্রেকিং লভার্সদের কাছে খুবই জনপ্রিয়। তিব্বতি মনাস্ট্রি দর্শন, ত্রিযুন্ড ট্রেক (Triund Trek), স্থানীয় হস্ত শিল্প কেনাকাটা, শহর জীবনের ক্লান্তি থেকে দূরে যাওয়ার আদর্শ স্থান।

লাভা ও লোলেগাঁও – পশ্চিমবঙ্গের অজানা রত্ন (Lava & Loleygaon)

অনেকেই জানেন না, পশ্চিমবঙ্গেও রয়েছে এমন শীতল এবং সৌন্দর্যে ভরপুর জায়গা, যা কাশ্মীরকে মনে করিয়ে দেবে। কালিম্পং জেলার এই দুই জায়গা এখনো ততটা বাণিজ্যিক ভাবে উন্নত হয়নি, তাই প্রকৃতি এখানে নিখাদ। লাভার জঙ্গল ট্রেইল এবং নেচার ইন্টারপ্রেটেশন সেন্টার, লোলেগাওয়ের ক্যানপি ওয়াক ও Sunrise Point, সহজেই দার্জিলিং বা শিলিগুড়ি থেকে যাওয়া যায়।

কাশ্মীরের সৌন্দর্য অনস্বীকার্য, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে অনেকেই সেখানে আর যেতে চাইছেন না। তাই ভারতের অন্যান্য শীতল ও মনোরম জায়গা গুলিও গরমের ছুটিতে ঘুরে দেখার মতোই। উপরে বর্ণিত সিকিম, মুনার, ম্যাকলিওডগঞ্জ ও লাভা লোলেগাঁও সব কটিই কাশ্মীরের বিকল্প হতে পারে কম খরচে এবং কম ভিড়ে। এই গরমে একবার ঘুরে আসুন এই জায়গা গুলো থেকে, আর নতুন অভিজ্ঞতার ঝুড়ি ভরে নিন।

 

আরও পড়ুন:- ম্যালেরিয়া থেকে শিশুদের কীভাবে রক্ষা করবেন ? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ জিনিস

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন