১২৫ কোটি-র চুক্তিতে ‘ঘর বদল’ সৌরভের, ‘দাদাগিরি’ কি বন্ধ হয়ে যাবে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘দাদা’। বাঙালির কাছে এটা শুধু একটা শব্দ নয়, ইমোশন । আসলে দাদা বলতে বাঙালি একজনকেই চেনে । তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে শুধু বাঙালি নয়, ২২ গজে তিনি সকলের দাদা । ক্রিকেট দুনিয়ার পাশাপাশি বিনোদন জগতেও কিন্তু তাঁর ‘দাদাগিরি’ চলছে । বছরের পর বছর ধরে জি বাংলার জনপ্রিয় শোয়ের সঞ্চালনার দায়িত্বে মহারাজের কাঁধেই । দাদা ছাড়া ‘দাদাগিরি’ ভাবতেই পারে না বাঙালি । কিন্তু এবার কিন্তু সেটাই ঘটতে চলেছে । দাদাগিরি-তে আর থাকছেন না সৌরভ ! সঞ্চালনাই করবেন । তবে, ঘর বদলে ফেলেছেন । ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে স্টার জলসা-র বিগ বস বাংলা হোস্ট করতে চলেছেন সৌরভ । জানা গিয়েছে, মোটা অঙ্কের বিনিময়ে ঘর বদলে ফেলেছেন সৌরভ । যদিও, দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে এই দাবি নস্যাৎ করে দিয়েছেন সৌরভ । মহারাজের কথায়, কাজে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন । উপার্জন লক্ষ্য নয় । জল্পনা, আলোচনার মাঝেই জানা গেল, প্রায় কোটি কোটি টাকার চুক্তি হয়েছে চ্যানেলের সঙ্গে । গুঞ্জন, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক হতে চলেছে ।

স্টার জলসায় দু’টি শো-তে দেখা যাবে সৌরভ-কে । একটা হল বিগবস বাংলা, আরেকটা কুইজ শো । ২০২৬ সালের জুলাই মাস থেকে জলসার পর্দায় দেখা যাবে সৌরভকে । শুটিং শুরু হতে পারে চলতি বছরের জুলাই মাস থেকে । এবার আসা যাক আসল কথায় । দু’টি শো-এর জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন সৌরভ ? স্টার জলসার সঙ্গে ৪ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে । এই ঘটনা সামনে আসতেই সৌরভকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ।

আরও পড়ুন:- গরমে ভিতর থেকে শরীর ঠান্ডা রাখে এই ৭ খাবার, জন্ডিস-ডায়রিয়া হয় না

নতুন চ্যানেল, নতুন শো নিয়ে আশাবাদী সৌরভ । নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত । সৌরভ জানিয়েছেন, টেলিভিশন তাঁকে সবসময় মানুষের সঙ্গে জুড়ে থাকার সুযোগ করে দিয়েছে । স্টার জলসার সঙ্গে যুক্ত হয়ে এমন একটা নন-ফিকশন শো-এর অংশ হতে পেরে তিনি খুশি । গল্প বলার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে । বিনোদন এবং বুদ্ধিমত্তা উভয়কেই উদযাপন করে এমন দু’টি শো-এর অংশ হতে পেরে খুব এক্সাইটেড । নতুন একটা ইনিংস আসতে চলেছে । খেলার জন্য তিনি তৈরি ।

বিগবস ও দাদাগিরি…সম্পূর্ণ অন্য ধারার দু’টি শো । বিগবস মানেই ঝগড়া, ঝামেলা ! সেসব কি সামলাতে পারবেন সৌরভ ? সম্প্রতি, এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে ডোনা জানিয়েছেন, সৌরভ খুব একটা ঝগড়া করেন না । তবে, সবটা ভালভাবে সামলাতে পারেন । সৌরভ ও বিগবস টিমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ডোনা ।

আগে বিগবস বাংলা-র দু’টো সিজন দেখা গিয়েছে । প্রথম সিজনে সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী । শো জেতেন গায়ক অনীক ধর । রানার-আপ হয়েছিলেন রুদ্রনীল ঘোষ । দ্বিতীয় সিজন সঞ্চালনা করেন জিৎ । ওই শো জিতেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় । ২০১৭-এর পর ফের বাংলায় বিগবস আনতে চলেছে স্টার জলসা । প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

তাহলে কি আর দাদাগিরি দেখা যাবে না পর্দায় ? জানা গিয়েছে, আগামী ৪ বছর দাদাগিরি সম্প্রচারিত হবে না পর্দায় । ২০০৯ সালে প্রথম জি বাংলার পর্দায় দেখা যায় ‘দাদাগিরি আনলিমিটেড’ । এই শো-তেই সঞ্চালক হিসেবে প্রথম হাতেখড়ি সৌরভের । খেলার জগতের বাইরে এক অন্য সৌরভকে পেলেন বাঙালি দর্শকরা । মাঝে একটা সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী । কিন্তু, দাদা ছাড়া কি আর ‘দাদাগিরি’ জমে ?

আরও পড়ুন:- ম্যালেরিয়া থেকে শিশুদের কীভাবে রক্ষা করবেন ? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ জিনিস

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন