ইজরায়েলে হামাস হামলার সঙ্গে মিল পহেলগাঁও হামলার ! জানুন কীভাবে ছক কষে জঙ্গিরা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ধরনের সঙ্গে হামাসের কৌশলের মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। আহত হয়েছেন আরও অনেকে। জঙ্গিদের খোঁজে উপত্যকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে।

তদন্তকারীরা জানিয়েছেন, পহেলগাঁওয়ে ওই জঙ্গিদের হামলার কৌশলের সঙ্গে গাজার হামাস জঙ্গিদের হামলার ধরনের অদ্ভূত মিল রয়েছে। ঠিক যে কায়দায় হামাস ২০২৩-এর অক্টোবরে ইজরায়েলে ঢুকে হামলা চালিয়ে পালিয়েছিল, ঠিক সেভাবেই পহেলগাঁওয়ে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

ইজরায়েল ভারতের কৌশলগত বন্ধু। সেক্ষেত্রে হামলার পেছনে হামাসের সরসরি মদত রয়েছে কিনা, বা এই জঙ্গিরা হামাসের থেকে প্রশিক্ষণ পেয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে। তদন্তকারীরা জানিয়েছেন, জঙ্গিরা হেলমেট-মাউন্টেড বডি ক্যাম, এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করেছে। হামলায় এসব উচ্চ প্রযুক্তির ব্যবহারই এখন তাঁদের ভাবাচ্ছে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) ‘ভারত বিরোধী’ সম্মেলনে যোগ দিয়েছিল হামাসের প্রতিনিধিরা। জইশ-ই-মহম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈবা (এলইটি)-র জঙ্গিরা তাদের ফুল ছুড়ে স্বাগত জানিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে হামাস নেতাদের সঙ্গে নিয়ে বাইক র‍্যালিও করতে দেখা গিয়েছে জইশ এবং লস্কর জঙ্গিদের। তার কয়েকমাস পরই রক্তাক্ত হল ভূস্বর্গ। সেকারণে তদন্তকারীদের একাংশের ধারণা, কাশ্মীরে হামলার ছক সেখানেই কষে থাকতে পারে জঙ্গিরা। কিন্তু গোয়েন্দাদের কাছে কেন সেই বিষয়ে কোনও খবর ছিল না, কেন আগাম ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্ন তুলছে আমজনতা।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

এদিকে, পহেলগাঁওয়ে হামলা চালানো চার জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। এই চার জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু। আসিফ ও আদিল পাকিস্তানি জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)-র ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে। হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কাসুরি। জঙ্গিরা পাকিস্তানে পালিয়েছে বলে গোয়েন্দাদের অনুমান।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন