এই একটি শব্দই বলে দেবে আপনার হাতের ৫০০ টাকার নোটটি আসল নাকি জাল

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বাজারে এখন লাগাতার জাল ৫০০ টাকার নোট (500 Rupee Note) ঘুরে বেড়াচ্ছে। আর যেগুলি একেবারে দেখতে আসল নোটের মত। কিন্তু আপনি ধরতে পারছেন না। আর এই নোটগুলি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যে, সাধারণ মানুষ তো দূরের কথা, বরং অনেক সময় বিশেষজ্ঞরাও প্রথম দেখায় চিনতে পারছে না। 

আর এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে জারি করা হয়েছে একটি বিশেষ সতর্কবার্তা। আর সবথেকে অবাক করার বিষয় হলো, মাত্র একটি লেখা খেয়াল করলেই আপনি বুঝে যাবেন যে, আপনার হাতে থাকা ৫০০ টাকার নোটটি আসল নাকি জাল। 

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

একটি শব্দের মাধ্যমেই চেনা যাবে আসল নাকি নকল নোট

নকল ৫০০ টাকার নোটকে চেনার সবথেকে সহজ উপায় জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আর সেটি হল, নোটের উপর লেখা ‘Reserve Bank of India’। এই ইংরেজি লাইনটিকে খেয়াল করতে হবে। অনেক নকল নোট দেখা যাচ্ছে যে, সেখানে লেখা রয়েছে ‘Reserve Bank of Andia’। আর এটিই সবথেকে বড় ভুল। অথচ সাধারণ মানুষ এটিকে খেয়াল করে না। আর এই একটি ভুলই বলে দেবে যে, আপনার হাতের নোটটি আসল নাকি নকল।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

কেন ৫০০ টাকার নোটের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে?

প্রসঙ্গত, ১০০০ টাকা এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিল করে বাজারে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরে ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়। 

আর বর্তমানে শুধুমাত্র একটিই বড় নোট বাজারে চলছে, আর তা হল ৫০০ টাকার নোট। ফলে এটিই এখন জালিয়াতির প্রধান লক্ষ্য। কারণ এই নোটে বেশি পরিমাণে লেনদেন হয় এবং এই জাল নোট চেনা তুলনামূলকভাবে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

কেন উদ্বিগ্ন হচ্ছে কেন্দ্র সরকার?

স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে, এই জাল নোটগুলি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যে, নোটের রঙ, ওজন, কাগজ সবই দেখতে একদম আসল নোটের মত। পাশাপাশি মাইক্রোপ্রিন্ট, সিকিউরিটি থ্রেড সবই হুবহু নকল করে দেওয়া হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে স্ক্যানার দিয়েও ধরা যাচ্ছে না, আসল নাকি নকল নোট।

আরও কিছু সহজ উপায় দেখে বুঝে নিন নোটটি আসল কিনা

শুধু  ‘Reserve Bank of India’ লেখা নয়, বরং মহাত্মা গান্ধীর ছবির দিকেও তাকান। আসল নোটে মহাত্মা গান্ধীর ছবি একটু ডানদিকে থাকবে। পাশাপাশি সিকিউরিটি থ্রেডে RBI লেখা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবে।

পাশাপাশি নোট উল্টো করে ধরলে ৫০০ সংখ্যাটি রঙ পরিবর্তন করে সবুজ থেকে নীল হয়ে যাবে। এমনকি নোটে একটি অন্ধ ব্যবহারকারীদের জন্য ব্লিড প্রিন্ট থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো যদি নোটে দেখতে পান, তাহলেই মনে করবেন, সেটি একমাত্র আসল নোট।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন