দেশের জন্য শহিদ নদিয়ার যুবক, জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু ঝন্টু আলি শেখের

By Bangla News Dunia Dinesh

Published on:

Kashmir Terrorist and Army

Bangla News Dunia, দীনেশ : মঙ্গলবার পহেলগাওঁ হামলার (Pahalgam Terror Attack) পর জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই ঘটনার একদিন পরই জম্মু-কাশ্মীরের (J&K) কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে উধমপুরে (Udhampur Encounter) শুরু হয়েছে সেনার অভিযান। শহিদ হন এক ভারতীয় সেনা। জানা গিয়েছে, তিনি বাংলার নদিয়ার (Nadia) বাসিন্দা।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

সকালে প্রথমে ওই জওয়ানের পরিচয় না জানা গেলেও পরে সেনার হোয়াইট নাইট কর্পস-এর তরফে জানানো হয়, তাঁর নাম ঝন্টু আলি শেখ। ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি। হোয়াইট নাইট কর্পস-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।’ তাঁরা জানান, গুলির লড়াই এখনও চলছে উধমপুরের দুধু-বসন্তগড় অঞ্চলে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

পর্যটকদের ওপর হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এদিন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে ওই জওয়ান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। এনিয়ে কিছুক্ষণ আগে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হলেন পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।’

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন