Bangla News Dunia, দীনেশ : দুদিন আগেই কাশ্মীরের পহেলগাঁও এ পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিদের হামলায় প্রায় ৩০ জনের কাছাকাছি ভারতীয় সহ বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের মদত পুষ্ট সেই জঙ্গিরা কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া টুরিস্টদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে। সেই সকল জঙ্গিরা প্রথমে ভারতীয় সেনার পোশাক পড়ে টুরিস্টদের কাছে আসে, তারপর তাদের হত্যার আগে তাদের ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে তারা হিন্দু না মুসলিম। যারা হিন্দু তাদেরকেই হত্যা করেছে ওই জঙ্গিরা, যারা কালেমা পড়তে পারেনি। যারা কালেমা পড়তে পেরেছে তারা জঙ্গিদের হাত থেকে রেহাই পেয়েছে।
কারণ ওই জঙ্গিরা মুসলমানদের হত্যা করার জন্য এই হামলা চালায়নি। তারা শুধুমাত্র হিন্দুদের হত্যা করার জন্য এই হামলা চালিয়েছে। আর এই হামলার প্রতিবাদে গতকাল হিন্দু সেবা দলের তরফ থেকে শিয়ালদাহ স্টেশনের কাছ থেকে অর্থাৎ এনটালির ফিলিপস মোড় থেকে বৈশালী মোর পর্যন্ত একটি শোক মিছিল করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করা হিন্দু সেবা দলের এক সদস্য সন্দীপ রামের সাথে কথা বলে জানা যায়, হিন্দু সেবা দল ইতিমধ্যেই মুর্শিদাবাদে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে তার উপরেও তারা প্রতিবাদ জানিয়েছে এবং মুর্শিদাবাদ এর হিন্দুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তবে হিন্দু সেবা দলের তরফ থেকে সন্দীপ রাম জানান আমরা সরকারের কাছে অনুরোধ করব সরকার এই হামলার মূলচক্রীদের উপযুক্ত শায়েস্তা করুক। কারণ ইসলামিক জঙ্গিবাদ দিন দিন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এর পিছনে রয়েছে পাকিস্তান। তিনি বলেন, আমাদের হিন্দু সেবা দলের তরফ থেকে সকল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করি।