বাংলার বাড়ির নতুনদের টাকা কবে দেবে ? ঘোষণা মমতার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের গরিব মানুষের নিজের একটা পাকা ঘর হোক, সেই লক্ষ্যে রাজ্য সরকার শুরু করেছে ‘বাংলার বাড়ি’ নামের নতুন প্রকল্প। এই প্রকল্পে যাঁরা সরকারের তালিকাভুক্ত, তাঁদের দেওয়া হবে সরকার থেকে টাকা, যাতে তাঁরা নিজেদের বাড়ি বানাতে পারেন।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

কেন এই প্রকল্প শুরু হলো?

আগে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র মাধ্যমে বাড়ি বানানোর জন্য টাকা দিত। কিন্তু গত তিন বছর ধরে কেন্দ্র সেই টাকা বন্ধ করে দিয়েছে। তাই রাজ্য সরকার নিজেই এই নতুন উদ্যোগ নিয়েছে, যাতে গরিব মানুষ বাড়ি পায়।

এখন পর্যন্ত কী হয়েছে?

রাজ্য সরকার বলেছে, এখন পর্যন্ত ১২ লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। দ্বিতীয় কিস্তির টাকাও মে মাসের মধ্যে পেয়ে যাবেন

এই টাকায় তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন।

আরও ১৬ লক্ষ মানুষ আছেন, যাঁদের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দিয়ে দেওয়া হবে।

মে ২০২৬-এর মধ্যে সবাই দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন।

কারা পাবেন এই সুবিধা?

যাঁদের বাড়ি নেই বা একেবারে ভেঙে পড়েছে।

বন্যা বা ঝড়ের কারণে যাঁদের ঘর ভেঙে গেছে (যেমন: ঘাটাল, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ)—তাঁদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

কত টাকা দেওয়া হবে?

দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।

প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা।

দ্বিতীয় কিস্তিও পরে দেওয়া হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন