আগামী ৫ বছরে এই ৮ চাকরি আর থাকবে না, জানা খুবই দরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

OFFICE WORK

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ভোক্তার আচরণগত পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত। তারই প্রভাবে বেশ কিছু চাকরি হারিয়ে যাবে সময়ের গহ্বরে।

পেশার নাম: ডাটা এন্ট্রি ক্লার্ক যে কারণে বিলুপ্ত হবে যাবে: অটোমেশন সফটওয়্যারের কারণে প্রচুর ডেটা খুবই অল্প সময়ে সঠিকভাবে এন্ট্রি করা সম্ভব।

পেশার নাম: টেলিমার্কেটার যে কারণে বিলুপ্ত হবে যাবে: এআইয়ের চ্যাটবটই হাতের মুঠোয় ন্যূনতম সময়ে নিঁখুতভাবে টেলিমার্কেটারদের কাজ করে দেবে।

পেশার নাম: রিটেইল ক্যাশিয়ার যে কারণে বিলুপ্ত হবে যাবে: সেলফ চেক-আউট সিস্টেমের কারণেই মূলত বিলুপ্ত হবে এই পেশা।

পেশার নাম: ব্যাংক টেলার যে কারণে বিলুপ্ত হবে যাবে: অনলাইন ব্যাংকিং ও অ্যাডভান্সড এটিএম সার্ভিসের কারণে সশরীর ব্যাংকে উপস্থিত হয়ে কাজ করার প্রয়োজন কমে যাবে।

পেশার নাম: ট্রাভেল এজেন্ট : অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও এআই পাওয়ার্ড ট্রাভেল প্লানিং ট্যুর থাকায়  প্রবণতা কমে যাবে অনেকটাই।

পেশার নাম: অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার যে কারণে বিলুপ্ত হবে যাবে: রোবোটিকস ও অটোমেশনের কারণে।

পেশার নাম: পোস্টাল সার্ভিস ওয়ার্কার যে কারণে বিলুপ্ত হবে যাবে: ডিজিটাল যোগাযোগ ও অনলাইন বিল–ব্যবস্থার কারণে ইতিমধ্যে পোস্ট অফিসের কর্মব্যস্ততা কমে গেছে অনেকটাই।

পেশার নাম: অ্যাকাউন্ট্যান্ট ও অডিটর যে কারণে বিলুপ্ত হবে যাবে: এআইয়ের অ্যাকাউন্টিং সফটওয়্যারই এই পেশাদারদের কাজ করে দেবে।

আপনার চাকরি করার যোগ্যতা আছে বলেই চাকরিতে ঢুকেছিলেন। ইতিবাচক থাকুন। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

আরও পড়ুন:- ম্যালেরিয়া থেকে শিশুদের কীভাবে রক্ষা করবেন ? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ জিনিস

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন