Bangla News Dunia, Pallab : National Projects Constructions Corporation Limited (NPCC) এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা গিয়েছে নূন্যতম ইঞ্জিনিয়ারিং পাস যোগ্যতায় সাইট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : National Projects Constructions Corporation Limited (NPCC)
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি NPCC এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 11.04.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Site Engineer (Civil) পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পথে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ব্যাচেলার ডিগ্রী পাস থাকতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন লেভেলে দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন একবার।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন এখানে, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে 33,750 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা 10টি।
আবেদন পদ্ধতি (Application Process) :
এই পদে চাকরিপ্রার্থীদের আলাদা করে কোনো রকম আবেদন জমা করতে হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া বায়োডাটার ফর্ম্যাটটির হাতে-কলমে পূরণ করে ইন্টারভিউয়ের দিন অন্যান্য নথিপত্রের সঙ্গে ইন্টারভিউ স্থানে নিয়ে যেতে হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের কাছে কর্মজীবন শুরু করার দু একটি দুর্দান্ত সুযোগ রয়েছে এখানে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে এখানে নিয়োগ করে দেওয়া হচ্ছে।
ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :
এখানে ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়াটির হবে আগামী 13.05.2025, 14.05.2025 এবং 15.05.2025 তারিখে।